পাইকগাছা অফিস::পাইকগাছায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত সামাজিক সম্প্রীতি সমাবেশে খুলনা ৬ (পাইকগাছা-কয়রা)'র জাতীয় সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, সম্প্রীতির অটুক বন্ধনে শেখ হাসিনা'র
বাংলাদেশ। একটি দেশের উন্নয়ন সে দেশের সামাজিক সম্প্রীতির উপর নির্ভর করে। বাংলাদেশ সম্প্রীতির দেশ বলেই আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে শান্তি তে বসবাস করতে পারছি।
সম্প্রীতি ধরে রাখতে আমাদের দেশকে সোনার বাংলাদেশে গড়তে সামাজিক সম্প্রীতির বিকল্প নাই। বৃহস্পতিবার দুপুরে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম সভাপতিত্বে সামাজিক সম্প্রীতির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে।____________________
বিশেষ অতিথি_ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল_মন্টু, শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ডাঃ সুজন_কুমার মন্ডল, ওসি ( তদন্ত) মোঃ রফিকুল_ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ কুমার সাধু। বক্তৃতা_করেন, বীরমুক্তিযোদ্ধা রনজিৎ কুমারসরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাজান আলী শেখ, প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন শাহ, সমবায় কর্মকর্তা বেনজির আহমেদ, অধ্যক্ষ রবিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, আঃমান্নান গাজী, কওসার_আলী জোয়াদ্দার, রিপন কুমার_মন্ডল, কেএম আরিফুজ্জামান, কাজল_কান্তি বিশ্বাস, শাহজাদা মোঃ আবু ইলিয়াস, জিএম আঃ ছালাম কেরু, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু, দিপংকর মন্ডল, শিক্ষার্থী নয়নমনি বিশ্বাস, সপ্তর্ষী চক্রবর্তী, রাসমনি সাধু প্রমূখ।---------
0 coment rios: