![]() |
পাইকগাছার গড়ইখালী ইউপি চেয়ারম্যান আঃ ছালাম কেরু'র ১২ মন্দিরে সিসি ক্যামেরা সহ অর্থ সহয়তা |
স্নেহেন্দু বিকাশ, পাইকগাছায় বাঙালী সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গড়ইখালী ইউপি চেয়ারম্যান জি, এম আঃ ছালাম কেরু ইউনিয়নের ১২ টি দুর্গাপূজা মন্দিরে সিসি ক্যামেরা স্থাপন সহ নগদ ১ হাজার করে টাকার অনুদান দিয়েছেন।
বৃহস্পতির বিকেলে ইউনিয়ন পরিষদ ভবনে চেয়ারম্যান আঃ ছালাম কেরুর সভাপতিত্বে অনুষ্ঠেয় সভায় মন্দির কমিটির সভাপতি ও সম্পাদকের হাতে তিনি অনুদানের টাকা বিতরণ করেন।
সাবেক প্রধান শিক্ষক দিলীপ কুমার সানার পরিচালনায় মন্দির কমিটির সভাপতি ও সম্পাদকদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক দেবদাস মন্ডল, সহকারী শিক্ষক কোহিনুর কান্তি মন্ডল,অমল কৃষ্ণ রায়,কাঞ্চন কান্তি বর্মন,শৈলেন্দ্র নাথ সরকার,দীপক মন্ডল, সুকেশ সানা,মলয মন্ডল, তাপস কুমার মন্ডল, বিপ্লব কান্তি মন্ডল ও ইউনিয়ন আওয়ামীলীগ নেতা গাজী আঃ সাত্তার, উপজেলা যুবলীগ নেতা আকরামুল ইসলাম, অমরেশ গাইন সহ অনেকে
0 coment rios: