Friday, 9 September 2022

৪৯তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদরাসা ক্রীড়া প্রতিযোগীতায় পাইকগাছায় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন টাউন মাধ্যমিক বিদ্যালয়

 ৪৯তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদরাসা ক্রীড়া প্রতিযোগীতায় পাইকগাছায় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন টাউন মাধ্যমিক বিদ্যালয় 

পাইকগাছা অফিস::পাইকগাছায় উপজেলা পর্যায়ে ৪৯তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদরাসা ক্রীড়া প্রতিযোগীতা ২০২২ ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে টাউন মাধ্যমিক বিদ্যালয়। 

শুক্রবার সকালে পাইকগাছা সরকারী উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে পাইকগাছা  সাবজোনের শ্রেষ্ঠ টাউন মাধ্যমিক বিদ্যালয় বনাম রাড়ুলী সাবজোনে থেকে কেডিএস সাহাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের লড়ায়ে ফাইনালে নির্ধারিত সময়ে  দু'দলের কোন খেলোয়ার বল গোলপোষ্টের জালে  জড়াতে না পারলে।

খেলাটি শেষ পর্যন্ত টাইব্রেকারে গোড়ায়। উত্তেজনাপূর্ণ টাইব্রেকারেও উভয় দল প্রথম ৩টা করে গোল পেলে উভয় দলের উৎবেগ উৎকন্ঠা বেড়ে যায়। ৪র্থ বল টাউন স্কুলেরর গোল কিপার দক্ষ হাতে ঠেকিয়ে দিলে সমর্থকদের উল্লাস বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। কারণ টাউন স্কুলের পরবর্তী শর্টে বল গোল পোস্টের বাহির দিয়ে যায়। ৫ম বলটিও অত্যন্ত দক্ষতার সাথে টাউন স্কুলের গোলকিপার প্রতিহত করে।

 স্নায়ু বেড়ে গেল কেডিএস সাহাপাড়ার। পরবর্তী বল অর্থাৎ শেষ বলটি পারবে তাদের গোলকিপার আটকাতে। নাকি বলটি যেন বাহির দিয়ে যায় এমনই প্রাথর্না তাদের। ওদিকে দেখা যায় বার বার টাউন স্কুলের খেলোয়ার কে বিভিন্ন পরামর্শ দিচ্ছে কোর্স ও সতীর্থরা, দর্শকরা গোলটি যেন মিস না হয়। 

কোন ভাবে মারলে গোল হবে। শেষ পর্যন্ত সকল জল্পনার অবসান হলো ৫ম শর্টটির ববল গোল পোষ্টের জালে জড়ালে। শ্রেষ্ঠত্বের লড়ায়ে চ্যাম্পিয়ন হলো টাউন মাধ্যমিক বিদ্যালয় ৪ গোল। রানার্সআপ নিয়ে কেডিএস সাহাপাড়া কে সন্তুষ্ট থাকতে হলো। 


গোল সংখ্যা ৩। খেলা শেষে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু সহ অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মাধ্যমিক শিক্ষা  কর্মকর্তা শাহজাহান আলী শেখ, একাডেমিক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী,

প্রধান শিক্ষক মোঃ খালেকুজ্জামান, নারায়ণ চন্দ্র শিকারী, দীপক চন্দ্র সরকার ও পরমানন্দ বিশ্বাস, কাউন্সিলর তৈয়বুর রহমান, সাবজোনের সম্পাদক ও সিনিয়র শিক্ষক প্রদীপ কুমার শীল, সহকারী শিক্ষক সুব্রত দাশ, অশোক মন্ডল, মাখনলাল সরদার, দিপতেন্দু মন্ডল, দেবব্রত সরদার, গনেশ সরকার, আনিছুর রহমান প্রমূখ। ম্যান অব দা সিরিজ টাউন স্কূলের পার্থ মাখাল। সার্বিক সহযোগিতায় ছিলেন দেবাশীষ সানার নেতৃত্বে এএফসি বাফুফে অন স্টার দেবাশীষ ফুটবল একাডেমি। খেলা পরিচালনা করেন তুষার কান্তি মন্ডল, সমীরণ মন্ডল ও আঃ সাত্তার।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: