![]() |
পাইকগাছার লতায় ২৫ পরিবারে ৫০ হাজার লিটার পানির ট্যাংকি স্থাপন কাজের উদ্বোধন |
পাইকগাছা অফিস:::পাইকগাছা লতা ইউনিয়নে ইউএনডিপি ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থ্যায়নে উপকূলীয় মানুষের খাবার পানি জিসিএ প্রকল্পের কমিউনিটি ভিত্তিক খাবার পানি সরবরাহ জন্য ২৫ পরিবারের ৫০ হাজার লিটার পানির ট্যাংকি স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় লতা'র পানা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পানির ট্যাংকি স্থাপন কাজের উদ্বোধন করেন লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস। সাথে ছিলেন উয়াস ইঞ্জিনিয়ার সালেকিন।
ইউনিয়ন সুপার ভাইজার জয়ন্ত আচার্য্য, ইউপি সচিব মোঃ জাবেদ ইকবাল, ইউপি সদস্য বিজন হলদার, কুমারেশ মন্ডল, বিনতা বিশ্বাস, আওয়ামী লীগ নেতা বিধান বিশ্বাস, বিপ্লব হলদার , প্রধান শিক্ষক তুলি মজুমদার, ছাত্রলীগ নেতা অমৃত লাল সরকার, আনন্দ বিশ্বাস, সৈকত বিশ্বাস, চিরঞ্জিত বিশ্বাস সহ স্থানীয় ব্যক্তিবর্গ।
0 coment rios: