![]() |
পাইকগাছা উপজেলা যুব রেড ক্রিসেন্ট দল গঠন |
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা ইউনিটের আওতায় পাইকগাছা উপজেলা যুব রেড ক্রিসেন্ট দল গঠন করা হয়েছে। যার মধ্যে দলনেতা নাজমুস সায়াদাত (জর্জ), উপ-দলনেতা-১ এসএম নাদিম আহমেদ সুমন, উপ-দলনেতা-২ রহিমা খাতুন, জনসংযোগ ও পরিকল্পনা বিভাগের বিভাগীয় প্রধান শুভ কুমার মন্ডল, উপ প্রধান এসএম নাজমুল হাসান, সেবা ও স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান অরুন কুমার মন্ডল,
উপ প্রধান দেবব্রত কুমার সরদার, প্রশিক্ষণ বিভাগের বিভাগীয় প্রধান বাবুল হাসান ভ‚ঁইয়া, উপ প্রধান মিজানুর রহমান, বন্ধুত্ব বিভাগের বিভাগীয় প্রধান আছাদুল শেখ, উপ প্রধান হেমেশ চন্দ্র মন্ডল, রক্ত বিভাগের বিভাগীয় প্রধান শেখ সাদেক আলী, উপ-প্রধান মনোরঞ্জন কুমার মন্ডল, ক্রীড়া ও সাংস্কৃতিক বিভাগের বিভাগীয় প্রধান বিশ^জিৎ ঘোষ ও উপ-প্রধান ভবেন্দ্রনাথ বাছাড়।
রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিটের সেক্রেটারী মকবুল হোসেন মিন্টু, ইউএলও তরিকুল ইসলাম ও যুব প্রধান মুস্তাকিম বিল্লাহ মুহিত স্বাক্ষরিত এ কমিটি ঘোষণা করা হয়েছে।
0 coment rios: