পাইকগাছায় দুর্গোৎসবে ইউএনও দম্পতি'র প্রতিমা দর্শন
পাইকগাছা অফিস::পাইকগাছায় শারদীয় দুর্গোৎসবের মহা সপ্তমীর বিকাল থেকে গভীর রাত পর্যন্ত পৌরসদরস্থ ঐতিহ্যবাহী উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালী বাড়ি, পৌরসভার বাতিখালী হরিতলা সর্বজনীন পূজা মন্দির, বাজারস্থ ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি পূজা মন্দির, শিববাটী সর্বজনীন পূজা মন্দির, শিববাটী পূর্বপাড়া পূজা মন্দির সহ বিভিন্ন পূজা মন্দিরের প্রতিমা দর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম।
পূজা মন্দিরের প্রতিমা দর্শন করে তিনি আয়োজক কমিটির নেতৃবৃন্দ, দর্শনার্থী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের স্বামী বিএল বিশ্ববিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক শাহ মোঃ আরিফ হোসেন, জেলা পূজা উদযাপন পরিষদের নেতা অবঃ উপাধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু, সভাপতি দেব্ব্রত রায়, অখিল মন্ডল, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার,ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ সাবেক সভাপতি মোর্তজা জামান আলমগীর রুলু, বর্তমান সভাপতি জিএম শুকুরুজ্জামান, মন্দির কমিটির সভাপতি উত্তম কুমার সাধু, সম্পাদক শ্যামসুন্দর ভদ্র, মনোহর চন্দ্র সানা,উপজেলা পূজা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ সুনিল মন্ডল, উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা হেমেশ চন্দ্র মন্ডল, সন্তোষ কুমার সরকার, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, মন্দির কমিটির সভাপতি গৌতম মন্ডল, সম্পাদক সাংবাদিক প্রমথ সানা, সাংবাদিক জি,এ গফুর, সাংস্কৃতিক কর্মী নিউটন রায়, পরেশ মন্ডল অবঃ শিক্ষক অনিল কৃষ্ণ মন্ডল, ব্যবসায়ী অমরেশ মন্ডল, সঞ্জিত কুমার রায়, মৃণাল সানা সহ অনেকে।
0 coment rios: