![]() |
পাইকগাছায় ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবেলায় উপজেলা প্রশাসন প্রস্তুত: প্রশাসনকে আগাম প্রস্তুতি নিতে এমপি বাবু'র নির্দেশ |
এজন্য দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি নিতে কয়রা ও পাইকগাছার উপজেলা নির্বাহী অফিসারদের সাথে নিয়মিত যোগাযোগ রেখে সার্বিক বিষয়ে নির্দেশনা দিয়েছেন খুলনা-৬ সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু । এদিকে উপজেলার অধিক দুর্যোগ ঝুঁকিপূর্ণ দ্বীপ-বেষ্টিত দেলুটি ইউনিয়নে আসন্ন ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবেলায় পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগমের সার্বিক দিক-নির্দেশনায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।
রবিবার দুপুরে সভাটি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রিপন কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য সুকুমার কবিরাজ, রামচন্দ্র টিকাদার, রবীন্দ্রনাথ মন্ডল, কিংশুক রায়, চম্পক বিশ্বাস, পলাশ কান্তি রায়, রিংকু রায়, পবিত্র সরদার, মোঃ বদিয়ার হোসেন, লক্ষ্মী রানী সরকার, বিনতা সরকার, মেরী রানী সরদার, ইউপি সচিব বিজয় কুমার পাল, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য শেখ মোহম্মদ আলী, সিপিপি ইউনিয়ন ডেপুটি টিম লিডার প্রসেনজিত মন্ডল মিঠু সহ প্রমূখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বলেন, ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবেলায় পাইকগাছা উপজেলায় সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকা গুলোতে জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান স্যার ও স্থানীয় সংসদ সদস্য মহোদয় এর নির্দেশনাক্রমে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ এবং ইউপি চেয়ারম্যানদের কে পরামর্শ দেয়া হয়েছে।
0 coment rios: