পাইকগাছা অফিস :পাইকগাছায় উপজেলা পরিষদের আয়োজনে বন্য প্রাণী সংরক্ষণ আইন এবং মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন বিষয়ে সংশ্লিষ্ট জনগণের মাঝে সচেতনতা মূলক দু'দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা)'র সহায়তায় উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা প্যানেল চেয়ারম্যান লিপিকা ঢালী। পাইকগাছা বন ও পরিবেশ বিষয়ক কমিটির বাস্তবায়নে এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু।
প্রশিক্ষক ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ টিপু সুলতান ও উপজেলা বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, সার্বিক সহায়তায় ছিলেন, পাইকগাছা উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগের উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেটেটর মোঃ হাফিজুর রহমান সরকার, উপজেলা পরিষদ সিএ কৃষ্ণপদ মন্ডল। ২ দিন ব্যাপী প্রশিক্ষণে ১০টি ইউনিয়নের ১শ জন সম্ভব্য আগ্রহী ও প্রশিক্ষণার্থীগণ অংশ গ্রহণ করেন।
মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন,১৯৫০ এর বিভিন্ন ধারা সমূহ আলোচনা, এর সংশোধনী সমূহের গুরুত্ব, সংশোধিত ধারা সমূহ আলোচনা, বন্য প্রাণী সংরক্ষণ আইন, ১৯২০, ৭৩ সালের এর বিভিন্ন ধারা সমূহ প্রশিক্ষণের বিষয়বস্তু ছিল।
0 coment rios: