Tuesday, 25 October 2022

পাইকগাছায় ঘূর্ণিঝড় "সিত্রাং" এর রাতে একাধিক চুরি

পাইকগাছায় ঘূর্ণিঝড় "সিত্রাং" এর রাতে একাধিক চুরি

পাইকগাছা অফিস ঃঘূর্ণিঝড় "সিত্রাং" এর রাতে একাধিক চুরির ঘটনা ঘটেছে। দূর্যোগকালীন পাইকগাছার শিবসা নদীর চরে অবস্থানরত তিনটা সাগরে মাছ ধরা ইঞ্জিন চালিত নৌকার থেকে মূল্যবান যন্ত্রাংশ ও পৌর সদরের দুটি দোকান চুরি হয়েছে বলে জানা গেছে। এ বিষয় ভুক্তভোগী নৌকার মালিক ও দোকানদার প্রশাসনে হস্তক্ষেপ কামনা করেছেন। ঘটনা টি ঘটেছে লস্কর ইউনিয়নের আলমতলার সারিনকো কোম্পানির সন্নিকটে শিবসা নদীর চরে ও পৌর সদরের বাজারে। 

নৌকা তিনটার মালিক চাঁদখালী ইউনিয়নের দেবদুয়ার- সাহাপাড়া জেলেপাড়ার সাধুচরণ বিশ্বাস, মহিতোষ রায় ও সজল বিশ্বাস। তারা জানান, আমরা সাগরে মাছ ধরতে যাওয়ার জন্য নৌকায় রওনা দিলে ঘূর্ণিঝড় "সিত্রাং এর জন্য সোমবার রাতে  আলমতলা শিবসা নদীতে নোঙ্গর করি। বৈরি আবহাওয়া ও ঘূর্ণিঝড়ের বিপদ সংকেত ৭ ঘোষণা করায় সারিনকো কোম্পানির সন্নিকটে শিবসা নদীর চরে নৌকা তিনটা রেখে রাত ৮টার দিকে নিরাপদে অবস্থানের জন্য চলে আসি। 

সকালে নৌকায় গেলে দেখতে পাই কে বা কারা তিনটা নৌকার মূল্যবান যন্ত্রাংশ ও রাশিয়ান পিতলের ফ্যান চুরি করে কেটে নিয়ে গেছে। তার মূল্য প্রায় ৫০ হাজার টাকা। এব্যাপারে ক্ষতিগ্রস্ত অসহায় নৌকার মালিকরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। 

অপর দিকে একই রাতে পৌর সদরে দুটি দোকান চুরি হয়েছে। চুরি হওয়া দোকানের মালিক স্বপন কুমার সাধু জানান, আমি সারাদিন বেচাকেনার পর রাত ৮ টার দিকে বাড়িতে চলে যায়। এ সময় আমার দোকানে থাকা সিগারেট ও নগদ টাকা সহ প্রায় ১০ হাজার টাকার মাল চুরি করে নিয়ে যায়। 

ওই একই রাতে পার্শবর্তী রাশেদের চা দোকান চুরি হয়। দোকানদার রাশেদ জানান, আবহাওয়া খারাপ হওয়ায় সন্ধ্যায় বড়িতে চলে যায়। সকালে দোকান খুলে দেখি মালামাল দোকানের মধ্য ছড়ানো ছিটানো রয়েছে। দোকানের আলমারী ভেঙ্গে চোরেরা নগদ টাকা ও সিগারেটের বান্ডিল সহ প্রায় ৮ হাজার টাকার মালা মাল নিয়ে গেছে। পাইকগাছা থানায় অভিযোগ দিয়েছি। 

থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জানান, দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এ এলাকা ফাঁকা ছিলো। এ কারণে চুরি হতে পারে। বিষয় গুলো খতিয়ে দেখা হচ্ছে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: