![]() |
পাইকগাছায় নবনির্মিত উপজেলা অডিটরিয়াম, পৌর ভবন ও লস্কর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন উপ-পরিচালক মোঃ ইউসুপ |
পাইকগাছা অফিস :বর্তমান সরকার উপজেলা তৃণমূল পর্যায়ে ব্যাপকভাবে অবকাঠামো গত উন্নয়ন করে চলেছেন। সেই সকল নবনির্মিত উন্নয়ন কর্মকান্ড তদারকিতে পাইকগাছায় এসেছিলেন খুলনা জেলার স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ ইউসুপ আলী।
বুধবার বিকেলে তিনি পর্যায়ক্রমে নবনির্মিত উপজেলা ৫শ আসন বিশিষ্ট অডিটরিয়াম, পৌর ভবন ও লস্কর ইউনিয়ন পরিষদ করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান হাওলাদার, প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু, লস্কর ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, কাউন্সিলর এস এম তৈয়বুর রহমান, কবিতা রানী দাশ, পৌর ইঞ্জিনিয়ার নুর মোহাম্মদ, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ লালু সরদার, উপ-সহকারী প্রকৌশলী লিটু শেখ, জিয়াউর রহমান, ইউপি সদস্য বৃন্দ সহ অনেকে।
পরিদর্শনকালে বর্তমান সরকার চলমান কাজগুলো দ্রুত সম্পন্ন করার তাগিদ দেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ ইউসুপ আলী।
0 coment rios: