![]() |
পাইকগাছায় ইঞ্জিন চালিত ট্রলার বাইচ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করেন ইউপি চেয়ারম্যান রিপন : প্রথম মোমিন ও মিজান শেখ |
পাইকগাছা অফিস::পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের হাফরখানা নদীতে দারুনমল্লিক বাজার সার্বজনীন দূর্গা উৎসব কমিটির আয়োজনে এক ঐতিহাসিক ইঞ্জিন চালিত দারুনমল্লিক বাইচ প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার দুই গ্রুপে ১৩টি বোর্ড অংশ গ্রহণ করে। ১ স্যালেন্ডার ট্রলারে ৮টি ট্রলারের মধ্যে ১ম মোমিন শেখ, ২য় বাবু বিশ্বাস ও ৩য় বাশার গাজী। ২ স্যালেন্ডার ট্রলারে ৫ টির মধ্যে প্রথম হয়েছে মিজান শেখ।
বৃহস্পতিবার বিকালে দারুনমল্লিক ট্রলারঘাট উক্ত বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন দেলুটি ইউনিয়নের চেয়ারম্যান রিপন কুমার মন্ডল। সভাপতিত্ব করেন, সাবেক ইউপি সদস্য ও পূজা কমিটির সভাপতি তরুন কান্তি সরকার।
এ সময় উপস্থিত ছিলেন, সাব-পুলিশ ইন্সপেক্টর দ্বৈপায়ন মন্ডল, আওয়ামীলীগ নেতা নলিনাক্ষ নাথ বৈদ্য, সুশান্ত রায়, নিশীত মজুমদার, সুভাষ মন্ডল, কৃষেন্দু শীল, ব্রজেন্দ্র কিশোর রায়, নিলোৎপল সরকার, প্রলয় বিশ্বাস, ইউপি সদস্য সুকুমার কবিরাজ, রামচন্দ্র টিকাদার, বদিয়ার হোসেন, রিংকু রায়, পবিত্র সরদার, বিনতা সরকার, মেরী রানী সরদার, সাবেক ইউপি সদস্য জহিরুদ্দিন শেখ, অনকুল মজুমদার, প্রসেনজিত মন্ডল মিঠু, যুবলীগ নেতা শেখ মোহম্মদ আলী, অঞ্জন কুমার মন্ডল, তাপস মন্ডল, নারায়ন রায়, শ্রীকৃষ্ণ রপ্তান, প্রদীপ মল্লিক, বিশ্বজিৎ মহলদার, সত্য সরকার, মিল্টন শীল, কৈলেশ শীল, তন্ময় কান্তি মজুমদার, নিমাই মন্ডল প্রমুখ।
0 coment rios: