সকাল ৯টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ২টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। ইতোমধ্যে শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সকল প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনে খুলনা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। পাইকগাছা উপজেলা ৩নং ওয়ার্ডের সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৪জন। যথা শেখ তৈয়ব হোসেন (তালা), আব্দুর রাজ্জাক রাজু (হাতি),
মোঃ রবিউল ইসলাম গাজী (বৈদ্যুতিক পাখা), মোঃ সালমান আলী শেখ (টিউবওয়েল) ও কৃষ্ণপদ মন্ডল (বক) প্রতীকে। দাকোপ, পাইকগাছা ও কয়রা উপজেলা নিয়ে গঠিত১নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৮জন। যথা নাহার আক্তার (ফুটবল), জয়ন্তী রানী সরদার ( হরিণ), জয়শ্রী রায়( টেবিল ঘড়ি), নিলীমা রানী চক্রবর্তী (মাইক), বিজলী বৈদ্য ( দোয়াত কলম), মাধুরী মন্ডল (বই), মোছাঃ নাজমা কামাল ( লাটিম) ও মোছাঃ রওশানারা (টেলিফোন)। উপজেলা নির্বাচন অফিসার কামাল আহম্মেদ জানান, ৩নং ওয়ার্ডের কেন্দ্র উপজেলা পরিষদ মিলনায়তন। এই নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে।
এ জন্য খুলনা থেকে ইভিএম মেশিন আনা হয়েছে। ভোটার সংখ্যা পুরুষ ১১২ ও মহিলা ৩৪ মোট ১৪৬ জন। আইনশৃঙ্খলা সমন্নয়ক কমিটি'র সভাপতি ও উপজেলা নির্বাচন অফিসার মমতাজ বেগম জানান,
নির্বাচনি পরিবেশ সুষ্ঠু ও প্রভাবমুক্ত রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছেন তারা। প্রভাবশালী কেউ ভোটে প্রভাব বিস্তার করতে না পারে, সে বিষয়ে কঠোর দৃষ্টি রাখছেন তারা। নির্বাচনে সহিংসতা রোধে ১জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। পেনাল কোডের অধীনে তারা মামলা নিয়ে সংক্ষিপ্ত বিচার কাজ পরিচালনা করতে পারবেন।এ নির্বাচনকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
0 coment rios: