Tuesday, 25 October 2022

স্লুইচ গেট তদারকি কালে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম পাউবো'র কর্মকর্তা/কর্মচারী: থানায় মামলা

স্লুইচ  গেট তদারকি কালে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম পাউবো'র কর্মকর্তা/কর্মচারী: থানায় মামলা
 স্লুইচ  গেট তদারকি কালে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম পাউবো'র কর্মকর্তা/কর্মচারী: থানায় মামলা

মোঃ মাজাহারুল ইসলাম মিথুন, ঃপ্রবল ঘূর্নিঝড় ' সিত্রাং'এর প্রভাবে সৃষ্ট নিন্মচাপে উপকূলীয় অঞ্চলে ক্ষয়-ক্ষতির পরিমান হ্রাসের লক্ষে সরকারি নির্দেশনা অনুযায়ী পাইকগাছা পৌর সদরের জালালবাড়ী স্লুইস গেট তদারকি করতে গিয়ে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম হয়েছেন পাউবো'র কর্মকর্তা/কর্মচারীরা।আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ আসামীদের গ্রেফতারের জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। অভিযোগে জানা যায়,প্রবল ঘূর্নিঝড় ' সিত্রাং'এর প্রভাবে সৃষ্ট নিন্মচাপে উপকূলীয় অঞ্চলে ক্ষয়-ক্ষতির পরিমান হ্রাসের লক্ষে সরকারি নির্দেশনা অনুযায়ী উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে ২৩ অক্টোবর রবিবার রাতে পাউবো'র পাইকগাছা শাখার উপ-সহকারি প্রকৌশলী মোঃ রাজু হাওলাদার ও তার সঙ্গীয় সহকর্মী আবু তাহের গাজী,ইমরান, এরশাদ আলী এবং শিহাব হোসেন বাবু সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভেড়িবাধ সংলগ্ন স্লুইচ গেটে অবৈধ নেটপাটা দিয়ে পানির প্রবাহ বন্ধ আছে কিনা,অবৈধভাবে কেউ ব্লক বাধিয়ে পোল্ডারের অভ্যন্তরে পানি প্রবেশ করাচ্ছে কিনা এবং ঝুঁকিপূর্ন বাঁধের অবস্হা পরিদর্শনের উদ্দেশ্যে বের হন। 

এরই ধারাবাহিকতায় তারা পাইকগাছা পৌরসদরের বাতিখালি ৬নং ওয়ার্ডের পূর্ব ওয়াপদা সংলগ্ন স্লুইচ গেটের সামনে পৌছে দেখতে পান পাইকগাছা উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান কৃষ্ণ পদ মন্ডলের ছোট ভাই কেষ্ট পদ মন্ডল, তার ছেলে রুদ্র মন্ডল ও স্হানীয় খান জাহান আলী স্লুইচ গেটের মুখে অনধিকার প্রবেশ করে অবৈধ নেট পাটা দিয়ে স্লুইচ গেটের পানির প্রবাহ বাধা গ্রস্হ করছে।

 তৎক্ষণাৎ উপ-সহকারি প্রকৌশলী মোঃ রাজু হাওলাদার কেষ্ট পদ মন্ডলদের কে অবৈধ নেট পাটা অপসারনের মৌখিক নির্দেশ দিলে কেষ্ট পদ মন্ডলরা তুমুল বাক বিতন্ডায় জড়িয়ে পড়ে।বাক বিতন্ডার এক পর্যায়ে কেষ্ট পদ মন্ডলের নেতৃত্বে তার ছেলে রুদ্র মন্ডল ও স্হানীয় খান জাহান আলী দল বদ্ধ ভাবে দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত ভাবে পাউবো'র কর্মকর্তা ও কর্মচারীদের উপর সন্ত্রাসী হামলা চালায়। এ সন্ত্রাসী হামলায় পাউবো'র পাইকগাছা শাখার উপ-সহকারি প্রকৌশলী রাজু হাওলাদার, কার্য-সহকারি আবু তাহের ও গেট অপারেটর শিহাব হোসেন বাবু মারাত্মকভাবে রক্তাক্ত জখম হয় এবং একই সাথে তারা সরকারি টিভিএস মেট্রো ১০০সিসি মোটর সাইকেল ও ভাংচুর করে । 

এ সময় তাদের আত্ন চিৎকারে স্হানীয়রা ছুটে এসে তাদের কে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় পাউবো'র পাইকগাছা শাখার উপ-সহকারি প্রকৌশলী রাজু হাওলাদার বাদী হয়ে কেষ্ট পদ মন্ডল কে ১নং আসামী করে ৩জনের নাম উল্লেখ করে পাইকগাছা থানায় মামলা করেছেন। যার নং-২৬। 

এ বিষয়ে পাউবো'র পাইকগাছা শাখার উপ-সহকারি প্রকৌশলী রাজু হাওলাদার  উল্লেখিত ঘটনা উল্লেখ করে বলেন, ঘূর্নিঝড় ' সিত্রাং'এর প্রভাবে সৃষ্ট নিন্মচাপে উপকূলীয় পাইকগাছা উপজেলায় ক্ষয়-ক্ষতির পরিমান হ্রাসের লক্ষে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পাইকগাছা পৌর সদরের জালালবাড়ী স্লুইস গেট তদারকি করতে গিয়ে সন্ত্রাসী হামলায় মারাত্মকভাবে রক্তাক্ত জখম হয় পাউবো'র কর্মকর্তা/কর্মচারীরা। এ সন্ত্রাসী হামলায় কার্য সহকারি আবু তাহেরের মাথা ফেঁটেছে ও গেট অপারেটর শিহাব হোসেন বাবু'র কান জখম হয়েছে।

 বর্তমানে তারা দু'জনে পাইকগাছা উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রেয়েছেন।পাউবো'র পাইকগাছা শাখার উপ-সহকারী প্রকৌশলী রাজু হাওলাদার জানান, আমি এ ঘটনার তীব্র নিন্দা ও  প্রতিবাদ জানাচ্ছি এবং যারাই এমন জঘন্য অপরাধের সাথে জড়িত তাদের কে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি। 

যাতে আর কেউ এমন জঘন্য অপরাধ কর্মের সাহস না পায়। এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃজিয়াউর রহমান জিয়া জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: