পাইকগাছা অফিস পাইকগাছায় গত দু'দিন ধরে বাগদার পোনা বিক্রির পাওনা টাকা চাওয়া কে কেন্দ্র করে গদাইপুর ইউপি সদস্য খোরশেদ শেখ ও রয়্যাল ফিস ট্রেডিং এর স্বত্বাধিকারী' গোলাম কিবরিয়া রিপন এর মধ্যে অনাকাঙ্খিত এ ঘটনাটি চা'য়ের দোকান, বাজার, পোনা মার্কেট, মাছ মার্কেট থেকে শুরু করে সর্বত্র আলোচনার খোরাকে পরিণত হয়েছে। এ ঘটনায় দু'পক্ষই একে অপরের বিরুদ্ধে থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। বিভিন্ন তথ্য সূত্রে জানা যায়, গদাইপুর ইউপি সদস্য খোরশেদ শেখের বিরুদ্ধে রয়্যাল ফিস ট্রেডিং এ হামলা সহ মালিককে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। অনাকাঙ্খিত এ ঘটনায় ব্যবসায়ী মহল সহ বিভিন্ন শ্রেনী পেষার মানুষের মধ্যে ক্ষুব্দ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এদিকে বিষয়টি ভিন্নখাতে নিতে উল্টো রয়্যাল ফিস ট্রেডিং এর স্বত্বাধিকারী' গোলাম কিবরিয়া রিপনকে ফাঁসাতে ইউপি সদস্য চাঁদাবাজির কথা বলে থানায় অভিযোগ করেছেন। পুলিশ জানিয়েছেন, থানায় দু'পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ করলেও ঘটনার যাবতীয় তথ্য তাদের কাছে জমা হয়েছে।
রয়্যাল ফিস ট্রেডিং এর কর্মচারী সালাউদ্দীন খান বলেন, গদাইপুর ইউপি সদস্য খোরশেদ শেখের কাছে বিগত ৭ বছর পূর্বের বাগদার পোনা বিক্রয় বাবদ ৮০ হাজার টাকা পাওনা রয়েছে। দীর্ঘদিন ধরে টাকা না দিয়ে তিনি তালবাহনা করে আসছেন।
তিনি আরোও বলেন, ১০ আক্টোবর বেলা ২ টার দিকে খোরশেদ শেখ বিসমিল্লাহ হোটেল থেকে খাবার খেয়ে বের হলে মালিক রিপন সাহেব তাকে ডেকে এনে সম্মান করে বসতে দিয়ে পাওনা টাকার প্রসঙ্গ তোলেন। এ প্রসঙ্গে গোলাম কিবরিয়া রিপন বলেন, এক পর্যায়ে খোরশেদ শেখ চলতি মাসের ৩০ তারিখের মধ্যে ১০ হাজার টাকা দেওয়ার কথা বলেন। এতে সম্মতি না দিলে সে পরবর্তীতে ২০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে চলে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় বাগদা পোনা ব্যবসায়ী গোলাম ফারুক বুলু ও মাসুদুর রহমান বসা ছিলেন। গোলাম কিবরিয়া রিপন অভিযোগ করেন এর কিছু সময় পর ইউপি সদস্য খোরশেদ শেখের নেতৃত্বে আমার ব্যবস্যা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে অকথ্য গালিগালাজ করে আমাকে লাঞ্ছিত করা হয়। তিনি আরোও অভিযোগ করেন, এ ঘটনা ভিন্ন খাতে নিতে ভুল তথ্য দিয়ে একটি অনলাইনে পরিকল্পিত ভাবে আমার নামে কথিত চাঁদাবাজির অভিযোগ তোলা হয়েছে, যা সম্পূর্ন মিথ্যা। এ ঘটনায় রয়্যাল ফিস ট্রেডিং এর কর্মচারী সালাউদ্দিন খান ( লিটন) বাদী হয়ে ইউপি সদস্য খোরশেদ শেখ তার ভাই তুহিন শেখ ও হৃদয় শেখ, মিলন সরদার সহ অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। এদিকে পোনার বিক্রির পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে চাঁদাবাজির অভিযোগে ইউপি সদস্য খোরশেদ শেখ ব্যবসায়ী গোলাম কিবরিয়া রিপন সহ অন্যদের নামে থানায় পাল্টা অভিযোগ করেছেন। এ বিষয়ে অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান বলেন, রয্যাল ফিস ট্রেডিং এর সমস্ত ঘটনার চিত্র সিসি ক্যামেরার ফুটেজ থেকে সংগ্রহ করা হয়েছে । তবে দু'পক্ষের পাল্টাপাল্টি অভিযোগের বিষয়ে তদন্ত করে পরবর্তী পদক্ষেপের কথা বলেন তিনি।
0 coment rios: