Monday, 10 October 2022

সভাপতি-শওকত ও সম্পাদক-বিবেকান্দ খুলনা জেলা মেম্বর কল্যান এসোসিয়েশন কমিটি গঠন


মোঃ মাজাহারুল ইসলাম মিথুন, খলনার পাইকগাছার লতা ইউপি সদস্য মোঃ শওকত হাওলাদারকে সভাপতি ও বটিয়াঘাটার বিবেকান্দ বিশ্বাসকে সাধারন সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বর কল্যান এসোসিয়েশন এর জেলা কমিটি গঠন করা হয়েছে। গত ৮ অক্টোবর বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বর কল্যান এসোসিয়েশে'র কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আনোয়ার হোসেন (মেম্বর) ও সাধারন সম্পাদক মোঃ হাশেম চৌধুরী ( মেম্বর) অভিনন্দন জানিয়ে নতুন কমিটির অনুমোদন দিয়েছেন। কমিটির অন্যান্যরা হলেন,

সহ-সভাপতি- নিহার রঞ্জন রায়,লাউভোব ইউপি দাকোপ, আনন্দ মোহন সরদার,

পানখালী,দাকোপ, রমেন্দ্র নাথ রায়-সুরখালী,বটিয়াঘাটা, স্বপন কুমার মন্ডল লাউভোব,দাকোপ,যুগ্ম সাধারন সম্পাদক- রাম চন্দ্র টিকাদার দেলুটি,পাইকগাছা,মোঃ হাবিবুল্লাহ বাবলু সরাফপুর,বটিয়াঘাটা, বায়জিদ চৌধুরী, গঙ্গারামপুর,

বটিয়াঘাটা,সাংগঠনিক সম্পাদক- সাইফুদ্দিন রিতা-সেনহাটি,রূপসা,সহ সাংগঠনিক সম্পাদক ছালেহ আহমেদ-লাউভোগ,

রূপসা ,মোঃ রফিকুল ইসলাম-লস্কর,

পাইকগাছা,খোরসেদ আলম-পানখালী, দাকোপ,দপ্তর সম্পাদক-এস,এম মোস্তাফিজুর রহমান মিন্টু,হরিঢালী,পাইকগাছা,সহ-দফতর সম্পাদক-শশাংক কুমার হালদার ভান্ডারকোট,বটিয়াঘাটা, ধর্ম বিষয়ক সম্পাদক -মাওঃ মাসুদুর রহমান-মহারাজপুর,কযরা, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক-ধর্ম দাস- মাগুরখালী,ডুমুরিয়া, আইন বিষয়ক সম্পাদক- উৎপল দাস,বাজয়া দাকোপ,সহ-আইন বিষয়ক সম্পাদক-সাবিনা, পানখালী,দাকোপ,মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক- টি,এম হাসানুজ্জামান, লস্কর, পাইকগাছা, সহ-মুক্তিযুদ্ধ বিষয়ক- ফেরদৌস ঢালী,লতা পাইকগাছা, শিক্ষা বিষয়ক সম্পাদক-বিভাষ পাইক, বটিয়াঘাটা, অর্থ বিষয়ক সম্পাদক- মোঃ আলমগীর সানা,মহারাজপুর,কয়রা, সাংগঠনিক সম্পাদক -রূমা রানী মন্ডল, বটিয়াঘাটা, সহ-সাংগঠনিক সম্পাদক -কনিকা রায়,বাজুয়া,দাকোপ, প্রচার সম্পাদক -শেখ হারুনর রশীদ হিরো,গদাইপুর,পাইকগাছা, সহ-প্রচার সম্পাদক- জি,এম ইনামুল, সুরখালী,বটিয়াঘাটা, সদস্য- নজরুল ইসলাম শেখ,ভান্ডারকোট, বটিয়াঘাটা, কিংকর রায়-বটিয়াঘাটা,আজিয়ার রহমান-বাঘালী কয়রা ও ছাব্বির আহমেদ-জামিরা,ফুলতলা,খুলনা।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: