পাইকগাছা অফিস :পাইকগাছায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে পাইকগাছায় র্যালি, আলোচনা সভা, গাছের চারা, চেক ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। স্বাগত বক্তৃতা করেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পারভীন আক্তার বানু।
![]() |
বীর মুক্তিযোদ্ধা রনজিৎ সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, সমাজসেবা কর্মকর্তা সরদার, আলী আহসান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, আনসার ভিডিপি কর্মকর্তা মৌলদা খাতুন, কৃষি ব্যাংক ব্যবস্থাপক হাদিউজ্জামান,
বিআরডিবি কর্মকর্তা রাকিবুল হাসান, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা গোবিন্দ কুমার দে, বাবলুর রহমান ও রতন হালদার, সহকারী তথ্য আপার জাহানারা খাতুন, সাবেক ব্যাংকার শাহাদাত হোসেন, রবিউল ইসলাম, গৌতম রায় সহ সকল প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন, সাংবাদিক আঃ আজিজ। আলোচনা সভা শেষে অতিথি বৃন্দ গাছের চারা, চেক ও সনদ বিতরণ এবং উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা রোপণ করেন।
0 coment rios: