![]() |
পাইকগাছায় ৯ দিন ব্যাপী শ্রীমদ্ভাগবত অধিবেশন ও মহাজ্ঞানযজ্ঞ সহ ৬৪ মহান্তের ভোগ মহাৎসব শ্রীমদ্ভাগবতে মুল শ্লোক বাংলাপ্রবচনে আচার্য দীনকৃষ্ণ দাস ও মহান্তে গোবিন্দ দাস বাবাজী মহারাজ গৌতম। |
পাইকগাছা অফিস :পাইকগাছায় প্রথম বারের মতো ৯ দিন ব্যাপী শ্রীমদ্ভাগবত অধিবেশন ও মহাজ্ঞানযজ্ঞ সহ ৬৪ মহান্তের ভোগ মহাৎসব নানা আয়োজনের মধ্যেদিয়ে সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে শ্রীমদ্ভাগবতে মুল শ্লোক বাংলাপ্রবচনে শ্রীধাম বিন্দাবনের রাধাকুন্ডেস্থ শ্রীশ্যামমনহর দাস বাবাজী মহারাজের চরণাস্থ ভাগবত আচার্য দীনকৃষ্ণ দাস। ৬৪ মহান্তের ভোগ মহাৎসবেরভোগ নিবেদন করেন মহান্তে গোবিন্দ দাস বাবাজী মহারাজ গৌতম। উদ্যোক্তা ছিলেন, শ্রীমতি শ্যামলী রানী বালা।
গত ৮ নভেম্বর উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালীবাড়িতে এ অনুষ্ঠান শুরু হয় এবং ১৬ নভেম্বর বুধবার দিনব্যাপী ৬৪ মহান্তের ভোগ মহাৎসবের মধ্যেদিয়ে এ ধর্মীয় অনুষ্ঠানাদির পরিসমাপ্তিতে পরিদর্শনে আসেন খুলনা - ৬ (পাইকগাছা-কয়রা)র সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু।
উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল, মেয়র সেলিম জাহাঙ্গীর, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা নেতা দিপক কুমার মন্ডল, উপজেলা শাখার সভাপতি সমিরণ কুমার সাধু, সাধারণ সম্পাদক আনান্দ মোহন বিশ্বাস, অখিল মন্ডল, আয়োজক কমিটির সুরঞ্জন চক্রবর্তী, করুণা মন্ডল, উজ্জ্বল মন্ডল, কাউন্সিলর তৈয়বুর রহমান, কবিতা দাশ ও রবিশঙ্কর মন্ডল, সুভাষ মন্ডল, সন্তোষ সরদার, পংকজ সানা, সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল, জগদীশ রায়, মৃত্যুঞ্জয় সরদার, শ্যামল মন্ডল, ভরত মন্ডল, মৃন্ময় মন্ডল, চিত্ত মন্ডল, বিপুল মন্ডল, শ্যামপদ মন্ডল, পরিতোষ মন্ডল, পবিত্র বাছাড় , প্রো সরদার, পীযূষ, নিমাই, সহ কমিটির নেতৃবৃন্দ ও সেবক বৃন্দ। সার্বিক সহযোগিতা করেন উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালীবাড়ি।
0 coment rios: