![]() |
পাইকগাছা উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে টিকিট বানিজ্য সহ রোগীদের হয়রানির অভিযোগ |
মোঃ মাজাহারুল ইসলাম মিথুন ::৫০ শয্যাবিশিষ্ট পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহিঃ বিভাগে ডাক্তার দেখাবার আগেই নির্ধারিত তিন টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হয়।টিকিট সরবরাহের দায়িত্ব পালন করেন হাসপাতালের অফিস সহায়ক মোঃ আয়ুব আলী।
]অভিযোগ পাওয়া গেছে অফিস সহায়ক মোঃ আয়ুব আলী প্রায়ই তিন টাকার জায়গায় পাঁচ টাকা নিয়ে থাকেন। দু'টাকার জন্য অনেকে মুখ না খুললেও অনেকে বিভিন্ন সময় এই প্রতারণার প্রতিবাদ করে থাকেন।সর্বশেষ গতকাল টিকিট প্রতি ৫ টাকা নিতে থাকলে রোগী ও তার লোকজন একযোগে প্রতিবাদ শুরু করলে হাসপাতাল অভ্যন্তরে ব্যাপক হৈ চৈ পড়ে যায়।
আরো অভিযোগ উঠে রোগীদের বিভিন্ন ভাবে হয়রানি শিকার হতে হয় সেখানে বাইরের বিভিন্ন ডাক্তারের কাছে দেখানোর জন্য রেফার করা হয়। এছাড়াও রোগীরা যে ডাক্তার কে দেখাতে চায় তার কাছে না পাঠিয়ে অন্য কোথাও পাঠানো হয়।এ ব্যাপারে হাসপাতালে যোগাযোগ করলে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সঞ্চয় কুমার বলেন,৩ টাকা নিতে গেলে অনেক সময় ভাঙটি টাকার সংকট হয়।
পরবর্তী প্রতিবাদ করা রোগী ও লোকজন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর বরাবর অভিযোগ করে।এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার কাজে বাইরে আছেন,মোবাইল ফোনে কথা বলেছি উনি আসলে অভিযোগের সত্যতা যাচাই করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাইকগাছা উপজেলার সাধারণ মানুষেরা এই অনিয়ম সমাধানের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছে।
0 coment rios: