পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছা কয়রার সিদ্ধান্তে চন্ডিপুরে প্রনব মঠ(মন্দির)উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে সাড়ে দশ টায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব আইনজীবী গোবিন্দ চন্দ্র পরামানিক (ভার্চুয়ালি) ওই মন্দ্রির উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ফরিদপুর ভাঙ্গা প্রণব মঠ সেবাশ্রমের মহারাজ স্বামী বিশ্বপ্রাণানন্দ, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের খুলনা জেলা সাধারণ সম্পাদক প্রভাষক সুশান্ত কুন্ড, পাইকগাছা হিন্দু মহাজোটের সভাপতি শিবু প্রসাদ সরকার, সম্পাদক রবিন্দ্র নাথ কর্মকার, সহ-সভাপতি প্রজিৎ কুমার রায়, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রশান্ত সরকার, প্রভাষক বিধান চন্দ্র হালদার, ভবতোষ কুমার রপ্তান, ভবতোষ কুমার বিশ্বাস, কনক চন্দ্র সরকার, শংকর কুমার শাহা, তুষার কান্তি সরকার, চিকিৎসক সাধন কুমার বিশ্বাস, বিশ্বজিৎ সিংহ, বিধান হালদার, দেবপ্রসাদ, অজিত ঢালী, বিবেক মন্ডল, দেব্রত তফফদার প্রমুখ।
0 coment rios: