পাইকগাছা অফিস::খুলনার পাইকগাছায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির নবনির্বাচিত কমিটির সাথে পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু,উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, পাইকগাছা থানার অফিসার্স ইনচার্জ মোঃ জিয়াউর রহমান এর সাথে বুধবার সকালে পর্যায়ক্রমে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
পাইকগাছার নবনির্বাচিত কমিটির সভাপতি শেখ আব্দুল গফুরের সভাপতি প্রধান অতিথি ছিলেন পাইকগাছা কয়রার সংসদ সদস্য আলহাজ্ব আকতারুজ্জামান বাবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান ষোলদানা ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী। যুবলীগ নেতা এম এম আজিজুল হাকিম,আব্দুর রাজ্জাক রাজু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জিএম মিজানুর রহমান।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি পাইকগাছা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ ফসিয়ার রহমানের সার্বিক পরিচালনায় বক্তব্য রাখেন।
আব্দুল গফুর,আব্দুল মজিদ, এম আর মন্টু, মানছুর রহমান জাহিদ,জিএম আসলাম হোসেন শেখ দীন মাহমুদ,শেখ সেকেন্দার আলী,হাফিজুর রহমান রিন্টু,পলাশ কর্মকার, মহানন্দ অধিকারী মিন্টু,মো: আছাদুল ইসলাম, শাহজামাল বাদশা,শেখ নাদীর শাহ,কাজী সোহাগ,মো: শাহরিয়ার কবির এস.কে আলীম,আবুল হাসেম,ফিরোজ আহম্মেদ,মাজাহারুল ইসলাম মিথুন,এস.এম আব্দুর রহমান,শেখ খায়রুল ইসলাম,মো: শফিয়ার রহমান।
মতবিনিময় ও শুভেচ্ছা শেষে সাংবাদিকদের অধিকার ও সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা করা হয়।এসময় বিভিন্ন সমস্যার সমাধান,করনীয় নিয়ে দিকনির্দেশনা দেন, সংসদ সদস্য উপজেলা চেয়ারম্যান ইউএনও ওসি।এলাকায় মানুষের কল্যাণে কাজ করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। সব শেষে বাগেরহাট ১ আসনের এমপি শেখ হেলাল উদ্দীনের মাতার ২য় মৃত্যুবার্ষিক উপলক্ষে রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
0 coment rios: