![]() |
পাইকগাছার সরল জিরোপয়েন্টে বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ কাজ পরিদর্শনে মেজর (অব.) শামসুল আরেফিন |
এ সময় তিনি কাজের অগ্রগতি বিষয়ে সার্বিক খোঁজখবর নেন এবং বলেন, বঙ্গবন্ধুর ম্যুরাল বাংলাদেশে অনেক আছে। কিন্তু পাইকগাছা-কয়রা উপজেলায় ইতিপূর্বে কোন ম্যুরাল ছিল না। পাইকগাছার জিরো পয়েন্টে যে ম্যুরাল তৈরি হচ্ছে এটি অনেক সুন্দর ও দৃষ্টিনন্দন হবে। দেখে মনে হবে-এইতো বঙ্গবন্ধু, যিনি নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছেন।
বঙ্গবন্ধুর ম্যুরালটি দেখে দূর থেকে মানুষের মনটা ভরে যাবে। বঙ্গবন্ধুর ঋণ শোধ করার নয়, আর আধুনিক ও দৃষ্টিনন্দন বঙ্গবন্ধুর এ ম্যুরাল নির্মাণের কারণে পাইকগাছা-কয়রা উপজেলার তরুণ প্রজন্মের মাঝে বঙ্গবন্ধু সম্পর্কে আলাদা আবেদন তৈরি হবে এবং এই স্থানটি অন্যতম দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন, খুলনা-৬ (পাইকগাছা-কয়রা)'র সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ, রাজশাহী-৫ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা, কেন্দ্রীয় আ'লীগের সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির সহ-সম্পাদক জয়ন্ত আচার্য, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, জেলা আ'লীগের ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক শ্রীমন্ত অধিকারী রাহুল, জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি প্রফেসর ড. মাহাবুব-উল ইসলাম, জেলা সদস্য শেখ আনিছুর রহমান মুক্ত, কক্সবাজার পৌর আ'লীগের সভাপতি নজিবুল ইসলাম, রাজশাহী জেলা আ'লীগের সদস্য ও সাবেক পৌর মেয়র গোলাম রব্বানী, অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান, কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএসএম দোহা, যুবলীগের এম এম আজিজুল হাকিম, মোঃ আকরামুল ইসলাম সহ স্থানীয় জনগণ ও আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
0 coment rios: