পাইকগাছা অফিস :পাইকগাছায় প্রথমদিনে এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার ৫টি কেন্দ্র ও ৪টি ভেন্যু কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। এবারের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২ হাজার ২৩ জন। যার মধ্যে অংশ গ্রহণ করে ১ হাজার ৯শ ৫৪ জন। প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিল ৬৯ পরীক্ষার্থী। অধ্যক্ষ মিহির বরণ মন্ডল জানান, পাইকগাছা সরকারি কলেজ কেন্দ্রে ২২৯ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ২২১, অনুপস্থিত ৮। উপজেলা সহকারী শিক্ষা অফিসার দেবাশীষ দাশ জানান, সরকারি উচ্চ বিদ্যালয় বিএম কোর্স ভেন্যু কেন্দ্রে ৯৭ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৯৫, অনুপস্থিত ২।
অধ্যক্ষ রবিউল ইসলাম জানান, ফসিয়ার রহমান মহিলা কলেজ কেন্দ্রে ২৬২ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ২৫৯, অনুপস্থিত ৩। অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার জানান, কপিলমুনি কলেজ কেন্দ্র ও কপিলমুনি হরিঢালী মহিলা কলেজ ভেন্যু কেন্দ্রে ৩৭৮ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৩৬৬, অনুপস্থিত ১২। অধ্যক্ষ গোপাল ঘোষ জানান, রাড়ুলী আরকেবিকে হরিশ্চন্দ্র ইনস্টিটিউট ও কলেজিয়েট কেন্দ্র ও রাড়ুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভেন্যু কেন্দ্রে ৪শ ৯৮ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৪শ ৮৯, অনুপস্থিত ৯।
অধ্যক্ষ আজহার আলী জানান, পাইকগাছা আলীম মাদ্রাসা কেন্দ্রে ১শ ৫৩ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১শ ৪১, অনুপস্থিত ১২। ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম শেখ জানান, শহীদ আবু ও মুসা মেমোরিয়াল ডিগ্রী কলেজ কেন্দ্রে ৩শ ৬৯ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৩শ ৪৬, অনুপস্থিত ২৩ ও গড়ইখালীআলমশাহী ইনস্টিটিউট বিএম কোর্স ভেন্যুকেন্দ্রে ৩৭ পরীক্ষার্থীরমধ্যে ৩৭ পরীক্ষার্থী উপস্থিত ছিল।
0 coment rios: