পাইকগাছা অফিস :"কৃষিই সমৃদ্ধি " এ স্লোগানে পাইকগাছায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র ঘোষণা অনুযায়ী বাড়ির আঙ্গিনাসহ পতিত জমিতে কৃষি কাজের আওতায় আনার জন্য কৃষকদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার কৃষকদের নিয়ে এ কৃষক গ্রুপ মিটিং অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি'র বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। শুরুতেই কৃষি বিষয়ের উপর স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ, মোঃ এনামুল হক, ইয়াসিন আলী খান, এসএম মফিজুর রহমান, ডলন্টন রায়, শেখ তোফায়েল হোসেন তুহিন, উপজেলা আওয়ামীলীগের সদস্য স্নেহেন্দু বিকাশ, ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন, মোঃ সিরাজ উদ্দীন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার কৃষক বৃন্দ।
0 coment rios: