![]() |
মানবিক সংগঠন গজালিয়া ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষকীতে নানা আয়োজন |
নিজস্ব প্রতিনিধিঃখুলনার পাইকগাছা উপজেলার সমাজিক ও মানবিক সংগঠন গজালিয়া ব্লাড ব্যাংকের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল ২১ ই ডিসেম্বর বুধবার বিকাল ০৩টা হইতে রাত ৮টা পর্যন্ত নানা আয়োজনের মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে।
``রক্তই হোক আত্নার বাঁধন" এই শ্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নিয়মিত রক্তদাতা, রক্ত সংগ্রহকারী ও রক্তদানে উদ্বুদ্ধ করীদের ক্রেস্ট ও সন্মাননা প্রদান সহ চার দলীয় ডে-নাইট নক আউট কাবাডি(হা-ডু-ডু) টূর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
গজালিয়া ব্লাড ব্যাংকের কার্যনির্বাহী সদস্য ও সরকারী বিএল কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোঃ শরিফুল ইসলামের সঞ্চালনায় ও গজালিয়া ব্লাড ব্যাংকের সভাপতি মোঃ খায়রুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, চাঁদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজাদা মোঃ আবু ইলিয়াস, সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী গোলাম কিবরিয়া, অষ্ট্রেলিয়া প্রবাসী প্রকৌশলী এস.এম আব্দুল্লাহ আল জোবায়ের সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতিষ্ঠা বার্ষিকীর সন্ধায় হা-ডু-ডু খেলায় গজালিয়া, লক্ষীখোলা, আলমতলা ও গড়ের আবাদ এই চারটি দল অংশগ্রহণ করে এবং ফাইনালে আলমতলা টিম ও লক্ষীখোলা টিম মুখোমুখি হলে হাড্ডা হাড্ডি লড়াই শেষে আলমতলা টিম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
উল্লেখ্য যে, সর্বশেষ ২০২৩-২৪ বর্ষের মোঃ খায়রুল ইসলামকে পুনরায় সভাপতি, মোঃ মাহমুদুল আলমকে সহ-সভাপতি, মোঃ এজাজুল হককে সাধারণ সম্পাদক, মোঃ রাশেদুজ্জামান কে সাংগঠনিক সম্পাদক সহ ৩১ সদস্য বিশিষ্ট নব গঠিত কমিটি ঘোষনা করা হয়।
0 coment rios: