![]() |
পাইকগাছায় নব-নির্মিত "সৎসঙ্গ বিহার" এর উদ্বোধন করেন, দেওঘর ভারত সৎসঙ্গের ডেপুটি এ্যাডমিনিষ্ট্রেটর ডঃ অনিন্দ্যদ্যুতি চক্রবর্তী (শ্রীশ্রী বিংকিদা)। |
পাইকগাছা অফিস :পাইকগাছা উপজেলার পৌরসভার সরল ৪নং ওয়ার্ডের জিরোপয়েন্টে নব-নির্মিত ৩ তলা বিশিষ্ট "সৎসঙ্গ বিহার" ধর্মীয় অনুষ্ঠানাদির মাধ্যমে উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার অতি প্রতুৎষে নব-নির্মিত "সৎসঙ্গ বিহার" এর উদ্বোধন করবেন, যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের মূর্ত্ত প্রতীক শ্রীশ্রী ঠাকুরের প্রপৌত্র পরম পূজ্যপাদ দেওঘর ভারত সৎসঙ্গের ডেপুটি এ্যাডমিনিষ্ট্রেটর ডঃ অনিন্দ্যদ্যুতি চক্রবর্তী (শ্রীশ্রী বিংকিদা)।
এসময়ে উপস্থিত ছিলেন, সৎসঙ্গ বাংলাদেশ সম্পাদক শ্রী ধৃতব্রত আদিত্য, সহ-সম্পাদক শ্রী সুব্রত আদিত্য, ইঞ্জিনিয়ার অমল রায়, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, পাইকগাছা সৎসঙ্গ বিহারের ইনচার্জ শ্রী শ্রী শঙ্কর চক্রবর্তী (এসপিআর), এসপিআর বৃন্দ যথাক্রমে সুব্রত রায়, ডাঃ সুব্রত, মুক্তিপদ মন্ডল, দুলাল চন্দ্র মন্ডল, শ্যামলাল মন্ডল, পরিমল মন্ডল ও রবীন্দ্রনাথ বাহাদুর, ডাঃ সুজন কুমার সরকার, সাবেক ব্যাংক কর্মকর্তা তাপস কান্তি মন্ডল, প্রজিৎ রায়, প্রভাষক সুফল মন্ডল, কাউন্সিলর এসে এম তৈয়বুর রহমান, শিক্ষক অনিল কৃষ্ণ ঢালী, ডাঃ মৃন্ময় মন্ডল, কাঁকন মজুমদার সহ অসংখ্য ভক্তবৃন্দ। উদ্বোধন উপলক্ষে পাইকগাছা সৎসঙ্গ বিহার গত দু'দিন ব্যাপী প্রদীপ প্রজ্জ্বলন, পূজা, প্রার্থনা, দীক্ষা, সত্যানুসরণ ও নারী নীতি গ্রন্থ পাঠান্তে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানাদির পরিসমাপ্তি ঘটে।
0 coment rios: