![]() |
পাইকগাছায় ঘের মালিকের মারপিট করে মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ!
পাইকগাছায় পুর্বশত্রুতার জেরে মিজবাহউল আলম (২৮) নামে এক মৎস্য ঘের মালিককে মারপিট করে টাকা সহ মোটরসাইকেল ছিনিয়ে নেবার অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকাল ৮ টার দিকে উপজেলার চাঁদখালী ইউপি'র চক চাঁদমুখিতে এ ঘটনা ঘটেছে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহত ঘের মালিক মিজবাহ চাঁদখালী ইউপির কানুয়ারডাঙ্গার মাওঃ মোস্তফা আলমের ছেলে। সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।
ঘের মালিক মিজবাহউল আলম জানান,চকচাঁদমুখি মৌজায় পৈত্রিক সুত্রে নিজস্ব সাড়ে ৭ বিঘা জমিতে আমাদের একটি মৎস্য ঘের রয়েছে। এখানে গবাদি পশু পালন সহ ঘেরের বাঁধের উপর সবজি চাষ হয়ে থাকে। কিন্তু আব্বা অসুস্থ্য অবস্থায় তারিখ ভুল করে গত ৭/১০/২২ এ জমি ২ বছরের জন্য কানুয়ারডাঙ্গার ইউসুফ সরদারকে ডিড করে দেয়। পরবর্তীতে টাকা ফেরৎ দেযার জন্য ইউসুফ সরদারকে উকিল নোটিশ প্রদান সহ ডিড বাতিল ঘোষনা করা হয়। এর পর ইউসুফ ক্ষিপ্ত হয়ে ঘের দখলের চেষ্টা করলে নির্বাহী কোর্টে ৪৪৯/২২ মামলা করা হয়। মিজবাহ জানান, সর্বশেষ বুধবার সকালে মৎস্য ঘেরে বাঁধে ছাগলগুলো বেঁধে বাগেরহাটে যাবার প্রস্তুতি নিয়ে বাড়ীর দিকে রওনা করি। এ সময় পুর্বশত্রুতা বশত কানুয়ারডাঙ্গার হান্নান সরদারের ছেলে মুকুল (৩৫),খোকন সরদারের ছেলে ইয়াসিন (৩৫) ইউসুফ সরদার গংরা আমার গতিরোধ করে গলাধাক্কা দিয়ে মারপিট শুরু করে। এক পর্যায়ে ওরা পকেটের টাকা সহ আমার পালসার মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে তাড়া করলে নিজাম গাজীর বাড়িতে আশ্রয় নেই। পরবর্তীতে ৯৯৯ নম্বরে ফোন দিয়ে পুলিশী সাহায্য চাইলে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে মিজবাহউলকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলচ্ছিল। এ বিষয়ে থানা ইন্সপেক্টর ( তদন্ত) মোঃ রফিকুল ইসলাম জানান, ৯৯৯ কল পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়। তিনি আরোও বলেন এ ঘটনায় অভিযোগ পেলে তদন্তকরে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
0 coment rios: