Monday, 19 December 2022

পাইকগাছায় আওয়ামীলীগ নেতৃবৃন্দের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

পাইকগাছায় লতা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনকে কেন্দ্র করে আওয়ামীলীগ নেতার উপর হামলা ও জখমের প্রতিবাদে শামুকপোতা বাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত 

পাইকগাছা অফিস :পাইকগাছায় লতা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনকে কেন্দ্র করে তিনজন আওয়ামীলীগ নেতার উপর হামলা ও জখমের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে শামুকপোতা বাজারে ৩নং লতা ইউনিয়ন আওয়ামীলীগ ও ইউনিয়নবাসীর আয়োজনে হামলাকারী, সন্ত্রাসী বাহিনীর  বিরুদ্ধে অনুষ্ঠিত মানববন্ধন ও  প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি গোলক বিহারী মন্ডল। 


উক্ত কর্মসূচিতে বক্তৃতা করেন,  ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহত সোহরাব আলী হাওলাদার, সদস্য ও সাবেক প্যানেল চেয়ারম্যান আলমগীর খলিফা ও ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক দীপক রায় সহ স্থানীয় নেতাকর্মীরা। এসময় উপস্থিত  ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক রশীদুজ্জামান মোড়ল, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মলঙ্গী, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা প্রকাশ সরকার টুকু, কালিদাস মন্ডল, যুবলীগনেতা বাবুলাল বিশ্বাস, ছাত্রলীগের প্রেমাংশু সরকার, দীলিপ দাস, বিষ্ণুপদ মন্ডল, অরিন্দম মন্ডল, জয়ন্ত সরকার ও ফারখ সরদার প্রমুখ। 

বক্তারা জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের নিকট অবিলম্বে সন্ত্রাসীদেরকে দল থেকে বহিষ্কার ও প্রশাসনের কাছে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানান।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: