Saturday, 17 December 2022

পাইকগাছায় জাতীয় গৌরবের ৫২তম মহান বিজয় দিবস নানা আয়োজনে উদযাপিত

পাইকগাছায় জাতীয় গৌরবের ৫২তম মহান বিজয় দিবস নানা আয়োজনে উদযাপিত
পাইকগাছায় জাতীয় গৌরবের ৫২তম মহান বিজয় দিবসে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল ও ইউএনও মমতাজ বেগম।

পূর্ণ চন্দ্র মন্ডল, পাইকগাছা::বছর ঘুরে আবার ফিরে এসেছে সেই গৌরবের দিন। পৃথিবীর মানচিত্রে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অস্তিত্ব প্রকাশের ১৬ ডিসেম্বর ১৯৭১ সাল। ৫২ বছর আগে এই দিনে বর্বর পাকিস্তানি বাহিনী হাতের অস্ত্র ফেলে মাথা নীচু করে দাঁড়িয়েছিল বিজয়ী বাঙালির সামনে। সেদিন তারা স্বাক্ষর করেছিল পরাজয়ের সনদে। আর বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ ঘটেছিল বাঙালির। সে দিন সোমবার ১৬ ডিসেম্বর।  

মহান বিজয় দিবস উপলক্ষে পাইকগাছা উপজেলা প্রশাসনের নানান আয়োজনে সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শুক্রবার প্রত্যুষে স্মৃতিসৌধে উপজেলা প্রশাসনের পক্ষে স্থানীয় সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, নির্বাহী অফিসার মমতাজ বেগম, এসিল্যান্ড আরাফাত হোসেন,  ওসি মোঃ জিয়াউর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর পক্ষে শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, রনজিৎ সরকার, পৌরসভার পক্ষে পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, শেখ মাহবুবর রহমান, উপজেলা আওয়ামীলীগ, কৃষকলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, তাঁতিলীগ, ছাত্রলীগের পক্ষে সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু, উপজেলা আ’লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু,  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে  ডাঃ প্রশান্ত কুমার মন্ডল, পাইকগাছা সরঃ কলেজ অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, পাইকগাছা প্রেসক্লাবের পক্ষে সভাপতি এড. এফএমএ রাজ্জাক, সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও আঃ আজিজ, নজরুল ইসলাম, আঃ গফুর, প্রমথ সানা, বি সরকার, রাজা, পূর্ণ চন্দ্র মন্ডল, আইনজীবী সমিতির সভাপতি অজিত কুমার মন্ডল, সাধারণ সম্পাদক অনাদি কৃষ্ণ মন্ডল, নবনির্বাচিত পংকজ কুমার ধর ও তৈয়ব হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদের পক্ষে জেলা সহ-সভাপতি এড. অজিত কুমার মন্ডল, সম্পাদক তৃপ্তি রঞ্জন সেন, পৌর সভাপতি সন্তোষ কুমার সরদার, পূজা উদযাপন পরিষদের উপজেলা সভাপতি সমীরণ সাধু, ফসিয়ার রহমান মহিলা কলেজ, সরকারী উচ্চ বিদ্যালয়, সরঃ বালিকা বিদ্যালয়, মডেল ও শহীদ গফুর সরঃ প্রাঃ বিদ্যালয় এছাড়া রাসেল স্মৃতি সংস্থা, উপকুল সাহিত্য পরিষদ, পাইকগাছা বনানী সংঘ, ষোলআনা ও কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ, রোজবার্ড, রাইজিসান কিন্ডারগার্ডেন, শিবসা সাহিত্য অঙ্গনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে প্রধানগণ পুষ্পমাল্য অর্পন করেন। 

পরে উপজেলা পরিষদ চত্ত্বরে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরল ও ভাস্কার্যে পুষ্পমাল্য অর্পন করা হয়। সকাল সাড়ে ৮টায় পাইকগাছা সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, এরপর পুলিশ, আনসার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের  ছাত্র- ছাত্রীদের অংশ গ্রহণের মাধ্যমে শুরু হয় কুচকাওয়াজ ও মাঠ মহড়া, ডিসপ্লে, খেলাধুলা, চিত্র অঙ্কন, যেমন খুশি তেমন সাজ, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এমপি মোঃ আক্তারুজ্জামান বাবু। বিকালে ক্রীড়া অনুষ্ঠান ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 অপরদিকে, বেলা সাড়ে ১১ টায় উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে সংগঠনের উপজেলা সভাপতি আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড. সোহরাব আলী সানা, প্রধান বক্তা ছিলেন এমপি মোঃ আক্তারুজ্জামান বাবু। সঞ্চালক ছিলেন, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু।

বক্তৃতা করেন, জেলা নেতা ডাঃ মুহাঃ শেখ শহীদউল্লাহ, আনিছুর রহমান, সহ-সভাপতি সমিরণ সাধু, আনান্দ মোহন বিশ্বাস, রশীদুজ্জামান মোড়ল, শিয়াবুদ্দীন ফিরোজ বুলু,  জিএম ইকরামুল ইসলাম, তৃপ্তি রঞ্জন সেন, ময়নুল ইসলাম, হেমেশ মন্ডল, আঃ কালাম আজাদ, পার্থপ্রতীম প্রমুখ। এছাড়া দেলুটিতে  ইউনিয়ন কমিটির সভাপতি নির্মল কান্তি মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক রিপন কুমার সন্ডল। লস্কর ইউনিয়নে সদস্য সচিব বিভূতি ভূষণ সানা'র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন। 

সকল সভায়উপস্থিত ছিলেন দলীয় নেতা কর্মীরা এছাড়া লতা,কপিলমুনি, গদাইপুর, রাড়ুলী, চাঁদখালী সহ প্রত্যেক ইউনিয়ানে আওয়ামীলীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: