শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুদা হবে নিরুদ্দেশ এই প্রতিপাদ্যের আলোকে শুক্রবার সকাল ১০টায় লতা ইউনিয়নের ৭১২টি দরিদ্র পরিবারের মাঝে টি.সি.বি রেসন কার্ডের ৪২০টাকায় তেল ২কেজি, ডাউল ২কেজি ও চিনি ১কেজি বিতরনের শুভ উদ্বোধন করেন লতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস।
এসময় উপস্থিত ছিলেন উপ- সহকারী কৃষি কর্মকর্তা এস এম মফিজুর রহমান ,ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নির্মল চন্দ্র বৈদ্য,ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি অমলেন্দু তরফদার, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঙ্গল মন্ডল ,ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গৌতম রায়, আওয়ামী লীগ নেতা রবীন্দ্রনাথ ঢালী, ইউপি সদস্য বাবলু সরদার, স্বপন মন্ডল, বিজন হালদার, পুলকেশ রায়, আজিজুল বিশ্বাস, কুমারেশ মন্ডল, শওকত হাওলাদার, মোঃ ফেরদৌস ঢালী, রীনা পারভিন, বিনতা বিশ্বাস, চম্পা বেগম, ইউপি সচিব মোঃ জাবেদ ইকবাল ইউপি সহকারী সচিব বাশিরুল ইসলাম, প্রধান শিক্ষক কালিদাস রায়, অজয় রায়, লক্ষন মন্ডল, আওয়ামীলীগ নেতা মোঃ আজিজ সরদার, মতলেব সানা, দীনেশ তরফদার, অর্জুন মন্ডল, সদানন্দ মন্ডল, দীপঙ্কর মল্লিক, বিধান রায়, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিদ্যুৎ মন্ডল, সাধারণ সম্পাদক পলাশ বাছাড়, যুবনেতা অনুপ সরকার, অনিন্দ্য মন্ডল, মিজান সানা, ইউনিয়ন ছাত্রলীগ নেতা অমৃত সরদার সহ লতা ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
0 coment rios: