![]() |
পাইকগাছায় গাঁজা সহ যুবক আটক |
পাইকগাছা অফিস :পাইকগাছায় ৪০ গ্রাম গাঁজা সহ কামরুল বিশ্বাস (৩৭) নামে এক যুবক কে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে চাঁদখালী ইউপির বিষ্ণুপুর গ্রামস্থ বড়দল ব্রীজ সংলগ্ন ওয়াপদার উপর থেকে কামরুল কে
হাতে-নাতে গ্রেফতার করেন এসআই ইমরান হোসেন, সুভাষ রায়, সুকান্ত কর্মকার ও এএসআই মঞ্জুরুল । সে আশাশুনি উপজেলার বড়দল ৭ ওয়ার্ডের বাসিন্দা মৃতঃ ইউসুফ বিশ্বাসের ছেলে। থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান বলেন, গাঁজা সরবরাহের সময় কামরুলকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে।
0 coment rios: