![]() |
পাইকগাছায় মৌচাক সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের দ্বাদশ প্রতিষ্ঠা বার্ষিকী ও সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত |
পাইকগাছা অফিস:পাইকগাছায় মৌচাক সাহিত্য - সাংস্কৃতিক সংসদ এর দ্বাদশ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে কবি কফিল মাহামুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন নতুনতারা সমাজ কল্যাণ ও সাহিত্য সংস্থার প্রতিষ্ঠাতা মহাপরিচালক কবি সাইফুর রহমান মিনা। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ইউপি সদস্য আবদুল্লাহ আল মামুন, সাংবাদিক আলাউদ্দীন রাজা। সার্বিক ব্যাবস্থাপনায় ও সঞ্চালনায় ছিলেন মৌচাক সাহিত্য- সাংস্কৃতিক সংসদের প্রতিষ্ঠাতা বিশিষ্ট কবি ও সাহিত্যিক পঞ্চানন মল্লিক।
বক্তৃতা করেন, মৌচাক সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের নির্বাহী সম্পাদক কবি আঃ আলীম, কবি কওসার আলী মোড়ল, প্রভাষক কবি ও সাহিত্যিক সোমা রায়, মৌচাক সাহিত্য - সংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক সমীরণ ঢালী, কবি ফারিয়ার এফরান, কবি রুপা মন্ডল, শেখ জুলি, বেগম শামসুন্নাহার।
অনুষ্ঠান শেষে মৌচাক সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের পক্ষ থেকে গুণীজন সংবর্ধনা ও লেখকদের মাঝে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু ও অতিথি বৃন্দ সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করেন।
0 coment rios: