![]() |
প্রাক্তন প্রধান শিক্ষক মরহুম আব্দুল গফফার এঁর স্মরণে পাইকগাছায় স্মরণ সভা ও দোয়া মাহফিল |
পাইকগাছা অফিস ::পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মরহুম আব্দুল গফফার এঁর স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে উক্ত স্মরণ সভা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খালেকুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সহকারী সিনিয়র শিক্ষক মোঃ ইমরুল ইসলাম এর সঞ্চালনায় স্মৃতিচারণ মূলক বক্তৃতা করেন, প্রাক্তন শিক্ষক অখিল কুমার সরকার, দিলীপ কুমার দাশ, এ্যাড. মোর্তজা জামান আলমগীর রুলু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, এ্যাড. নাদিরুজ্জামান, প্রভাষক মাসুদুর রহমান মন্টু, মোঃ হাবিবুর রহমান, মোঃ শামীম হোসেন, মোঃ আসাদুজ্জামান টিটু, কুমারেশ মন্ডল, মোঃ হাবিবুর রহমান সানা, রনধীর সরকার, উত্তম কুমার ঘোষ, মোঃ শওকত হোসেন, পূর্ণ চন্দ্র মন্ডল, মোঃ শুকুরুজামান, দিপংকর মন্ডল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাইমিন সরদার, সৌরভ গাইন, নয়নমণি বিশ্বাস।
এছাড়া বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল পরিচালনা করেন বায়তুস ছালাম জামে মসজিদের ইমাম হয়রত মাওঃ ইব্রাহীম খলিল। উল্লেখ্য, মরহুম আব্দুল গফফার ৫ জানুয়ারী বিকেলে সাড়ে ৫টার দিকে খুলনায় হার্ট এ্যাটাকে মৃত্যু বরণ করেন।
তিনি ১৯৮৩ সালে ১লা মে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের ট্রেডশিক্ষক হিসেবে যোগদান করেন এবং ২০১৮ সালে ৩০ জুন প্রধান শিক্ষক থাকাকালীন অবসরে যান।
0 coment rios: