![]() |
পাইকগাছায় ৬ ফেব্রুয়ারী জিরবুনিয়া গ্রাম উন্নয়ন বহুমুখি সমবায় সমিতি'র ভোট অনুষ্ঠিত হবে |
পাইকগাছার দেলুটির ঐতিহ্যবাহী জিরবুনিয়া গ্রাম উন্নয়ন বহুমুখি সমবায় সমিতি'র ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বর্তমান কমিটির সভাপতি ভোলটন কুমার মন্ডল ( মাছ) ও ইউপি সদস্য সুকুমার কবিরাজ( চেয়ার) প্রতিক সহ সহ-সভাপতি,সম্পাদক ও সদস্যপদ সহ ১২ প্রার্থী ভোটের মাঠে রয়েছেন।
এবারের নির্বাচনে কে হবেন সমিতির কর্ণধর এ নিয়ে অধীর অপেক্ষায় এলাকার সচেতন মানুষ। দু' সভাপতি প্রার্থী ভোটারদের সমর্থন বা মন জয় করতে কর্মী-সমর্থকদের নিয়ে ভোট লড়াইয়ে বাড়ী-বাড়ী গনসংযোগ করছেন। নির্বাচনে সভাপতি প্রার্থী ( মাছ) প্রতিকের প্রার্থী ভোলটন মন্ডল পুর্বের মতো বিজয় ধরে রাখতে খুবই আশাবাদী ।
অপরদিকে ( চেয়ার) প্রতিকের প্রার্থী সুকুমার কবিরাজও জয়ের ব্যাপারে আশাবাদী। সংশ্লিষ্টরা জানান,নির্বাচনে সহ-সভাপতি পদের ২ প্রার্থী হলেন, বিধান চন্দ্র মন্ডল ও বিপ্রজীত কুমার সরকার। সাধারণ সম্পাদক পদে ৩ প্রার্থী অমিতাভ মন্ডল, মোঃ আনারুল ইসলাম গাজী ও বৈদ্যনাথ মন্ডল। সদস্য পদের ৫ প্রার্থীরা হলেন,অনিমা মন্ডল, আঃ গনি সরদার,কৌশিক সরকার,দীলিপ রায় ও মঞ্জুর শেখ।
নির্বাচন কমিশনার উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ বেনজীর আহম্মেদ জানান,আগামী ৬ ফেব্রুয়ারী সকাল ১০ হতে বিকাল ৪ টা পর্যন্ত সমিটির কার্যালয়ে সমিতির ২ হাজার ৮শত ৫০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
0 coment rios: