Wednesday, 22 February 2023

পাইকগাছা_সরকারি_বালিকা উচ্চ_বিদ্যালয়ের বার্ষিক_ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতাঅনুষ্ঠিত----

পাইকগাছা_সরকারি_বালিকা উচ্চ_বিদ্যালয়ের বার্ষিক_ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতাঅনুষ্ঠিত----

পাইকগাছা  প্রতিনিধি ::পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত__হয়েছে। বুধবার দিনভর বিদ্যালয় মাঠে বিভিন্ন ইভেন্টের উপর ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় প্রতিযোগিতা শেষে উপজেলা নির্বাহী অফিসারমমতাজ বেগম এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। স্বাগত বক্তব্যরাখেন, প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ দে। 

বিশেষ অতিথি ছিলেন, মেয়র সেলিম জাহাঙ্গীর, প্রাক্তন প্রধান শিক্ষক সৈয়দআলী মোড়ল, সুরাইয়া বানু ডলি, সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেকুজ্জামান, মেহেরুন্নেছা বালিকাবিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, মুক্তিযোদ্ধা রণজিৎ সরকার, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু, কৃষি ব্যাংকের ব্যবস্থাপক_হাদিসুজ্জামান, প্রাক্তন শিক্ষক জিন্নাতুন্নেছা পান্না, এ্যাডঃ শফিকুল ইসলাম কচি, রাশনা শারমিন আঁখি, ঢাকা বিশ^বিদ্যালয়ের_লিয়াকত হোসেন, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ। 

শিক্ষক আব্দুল ওহাব, ভারত চন্দ্র সরদার ও রেজাউল ইসলামের সঞ্চালনায়_অনুষ্ঠানে উপস্থিতছিলেন, শিক্ষক ফজলুল আযম, পঞ্চানন সরকার, প্রণব_কুমার বিশ^াস, দিপংকর সরকার, মৃণাল কান্তি রায়, প্রদেশ কুমার মল্লিক, বোরহান_উদ্দীন শেখ, আফরোজা নাসরীন, দিপংকর ফৌজদার ও সাংবাদিক_মাজহারুল ইসলাম মিথুন। অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের_মাঝে পুরস্কার বিতরণকরা হয়।-----


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: