![]() |
পাইকগাছায় মাতৃভাষা দিবস উপলক্ষে স্কুল পর্যায়ের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত |
পাইকগাছা অফিস :পাইকগাছায় একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে স্কুল পর্যায়ের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমন্বয়ে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতায় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ,ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ ঈমান উদ্দীন, একাডেমিক সুপারভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, সহকারী শিক্ষা অফিসার মোঃ আলমগীর হোসেন, বিআরডিবি কর্মকর্তা মোঃ রাজীবুল হাসান, আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন সহ উপজেলা পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
0 coment rios: