![]() |
পাইকগাছায় খাদ্যবান্ধব কর্মসূচির চাউল বিক্রয় শুরু |
স্নেহেন্দু বিকাশ, খাদ্যবান্ধব কর্মসুচির আওতায় পাইকগাছার চাঁদখালী ও গড়ইখালীর বিভিন্ন স্থানে ১৫ টাকা মূলে ৩০ কেজি করে চাউল বিক্রয করা হয়েছে। খাদ্য অধিদপ্তর পরিচালিত এ কর্মসূচিতে রবিবার সকালে চাদঁখালী ইউপির কাটাখালী বাজারে ৪৬৫, বিষ্ণুপুরে-৬০৫ ও চাঁদখালী বাজারে-৪০৩ জন অনলাইনে তালিকাভুক্ত কার্ডধারী নারী-পুরুষের মাঝে সংশ্লিষ্ট ডিলাররা স্বল্প মূল্যের এ চাল বিক্রয় করেন।
সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন চাঁদখালী ইউপি' চেযারম্যান শাহজাদা মোঃ আবু ইলিয়াস ও গড়ইখালীতে চাল বিক্রয়ের উদ্বোধন করেন গড়ইখালী ইউপি চেয়ারম্যান জি,এম আঃ ছালাম কেরু। এ সময় সংশ্লিষ্ট ডিলার ও ওয়ার্ড সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অন্যদিকে চাঁদখালীর চাল বিক্রয় উদ্বোধনের সময় খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা সহ উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ কাইয়ুম হোসেন,আমিনউদ্দীন, মতলেব মালী ও মাসুদ গাজী, আজিজুল গাজী,বিশ্বজিৎ দফাদার, ডিলার আঃ বারিক গাজী, হারান চন্দ্র অধিকারী ও শরিফুল ইসলাম সহ অনেকে।
0 coment rios: