![]() |
শান্তি সমাবেশ সফল করার লক্ষে পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের প্রস্তুতি সভা |
পাইকগাছা অফিস :আওয়ামীলীগের কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে আগামী ১১ ফেব্রুয়ারী প্রতিটি ইউনিয়নে ও পৌরসভায় শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সংগঠনের উপজেলা কমিটির সহ-সভাপতি সমিরণ কুমার সাধু এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব শেখ রাশেদুল ইসলাম রাশেল। বিশেষ অতিথি ছিলেন জেলা আ’লীগের সদস্য শেখ আনিছুর রহমান মুক্ত, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান মোড়ল, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস।
উপজেলা সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু এর পরিচালনায় সভায় বক্তৃতা করেন, ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার, আঃ কালাম আজাদ ও কে এম আরিফুজ্জামান তুহিন, আ’লীগ নেতা সরদার মহাসিনুর রহমান, নির্মল মন্ডল, নির্মল বৈদ্য, শংকর দেবনাথ, বিভূতি ভূষন সানা, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, পঞ্চানন সানা, শেখ ইকবাল হোসেন খোকন, পৌর আ’লীগের সদস্য সচিব হেমেশ চন্দ্র মন্ডল, পবিত্র মন্ডল, যুবলীগের সাবেক সভাপতি এস এম শামছুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন, মোঃ রফিকুল ইসলাম, জগদীশ রায়, সাঈদ আলী কালাই, এড. শিবু প্রসাদ সরকার, বিমল সরকার, শেখ মাসুদুর রহমান, পরেশ মন্ডল, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতীম চক্রবর্তী, সাধারণ সম্পাদক ফাইমিন সরদার, রিপন কুমার মন্ডল, মুক্ত অধিকারী ও আরিফ আহমেদ জয় সহ অন্যান্য দলীয় নেতাকর্মীরা।
0 coment rios: