![]() |
পাইকগাছার দেলুটি ইউপি'র জিরবুনিয়া গ্রাম উন্নয়ন বহুমুখি সমবায় সমিতি'র নির্বাচন সম্পন্ন- সভাপতি ভোল্টন-সম্পাদক অমিতাভ |
পাইকগাছা অফিস:পাইকগাছা উপজেলাধীন দেলুটি ইউনিয়নের জিরবুনিয়া গ্রাম উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি লিঃ এর নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে ভোল্টন মন্ডল ও সম্পাদক অমিতাভ মন্ডল সহ মোট ৬ জন নির্বাচিত। এবার দিয়ে তৃতীয় বারের মত ভোলটন মন্ডল বিপুলভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন। সোমবার সমিতির কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
৬টি পদে বিপরীতে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রধান নির্বাচন কমিশনার এর দায়িত্ব পালন করেন, সমিতির নির্বাচন কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ বেনজীর আহমেদ। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে মোট ২ হাজার ৮ শত ৬০ জন ভোটারের মধ্যে ২ হাজার ৯৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে সন্ধ্যা সাড়ে আটায় ফল ঘোষণা করেন নির্বাচন কমিশন। নির্বাচনে সভাপতি পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বী করেন। তাদের মধ্যে
ভোলটন কুমার মন্ডল মাছ প্রতীকে ১৪ শত ৪৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী চেয়ার প্রতীকের প্রার্থী সুকুমার কবিরাজ পেয়েছেন ৬ শত ২২ ভোট। সহ-সভপতি পদে দু'প্রার্থীর মধ্যে বিপ্রজিত সরকার (মোরগ) পেয়েছেন ১২ শত ৭৫ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিধান মন্ডল (মই) ৭শত ২৩ ভোট। সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রার্থীর মধ্যে অমিতাভ মন্ডল (কলস) ৯০৬ ভোট জয়ী। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ আনারুল গাজী (হরিণ) ৮২০ ও বৈদ্য (মোমবাতি) ২৭৮ ভোট পান। সদস্য পদে ৫ জন প্রার্থীর মধ্যে ১ম কৌশিক সরকার (হাতপাখা) ১১শত ৭৬, ২য় অনিমা মন্ডল (টিয়াপাখি) ১১শত ৭৪ এবং ৩য় মনজুর শেখ (হাতি) ৮৭৮ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিটির অন্য সদস্য হলেন জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ আবু সাঈদ ও উপজেলা সহকারী পরিদর্শক মোঃ তোরাব আলী।
0 coment rios: