![]() |
পৌরসভা ও অরন্য পাইকগাছা আয়োজিত ১৩ দিন ব্যাপি একুশে বই মেলার উদ্বোধন করেন খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ইয়াসির আরেফীন |
পাইকগাছা অফিস::পাইকগাছায় আন্তর্জাতিক মার্তৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে ১৩দিন ব্যাপী বইমেলা উদ্বোধনীও পৌর ভবনে মেয়র, কাউন্সিলরদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় পৌরসভা চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে বইমেলার উদ্বোধন করেন খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ইয়াসির আরেফীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর।
![]() |
পৌরসভা ও অরন্য পাইকগাছা আয়োজিত ১৩ দিন ব্যাপি একুশে বই মেলার উদ্বোধন করেন খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ইয়াসির আরেফীন |
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, জেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুনতাসির হাসান খান, সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন, থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান। উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মাহবুবর রহমান রঞ্জু, এস এম তৈয়বুর রহমান ও কবিতা রানী দাশ, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ লালু সরদার, কাউন্সলর আসমা আহম্মেদ, গফফার মোড়ল, পৌরসভা প্রকৌশলী নূর মোহম্মদ, উপ-সহকারী প্রকৌশলী লিটু শেখ, মৃনাল সানা, উত্তম ঘোষ সহ পৌর কর্মচারী বৃন্দ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ছাত্রী।
এরআগে জেলা প্রশাসক কপিলমুনি সহচরী বিদ্যামন্দির ও হরিঢালী ইউনিয়নের সলুয়াস্থ তৃতীয় পর্যায়ের আশ্রয়ণ প্রকল্পের নির্মাণ কাজ পরিদর্শন করেন। এরপর পাইকগাছা সরকারি কলেজ মাঠে আয়োজিত চতুর্দশ খুলনা জেলা রোভার মুট কার্যক্রমের উদ্বোধন শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় ও তাদের মাঝে আর্থিক সহায়তা প্রদান ।
0 coment rios: