Tuesday, 7 February 2023

আবারো সুন্দরবনে বাঘের গর্জন শুনে আতঙ্কিত বন রক্ষীরা

আবারো সুন্দরবনে বাঘের গর্জন শুনে আতঙ্কিত বন রক্ষীরা
 আবারো সুন্দরবনে বাঘের গর্জন শুনে আতঙ্কিত বন রক্ষীরা

রাসেল আহাম্মেদ, কয়রা থেকেঃগত ৩ ফেব্রুয়া‌রি সুন্দরবনের সুপতি স্টেশনাধীন চান্দেশ্বর ফরেস্ট অফিস এলাকায় তিনটি বাঘের উপস্থিতি লক্ষ করার পর ২৪ ঘন্টা ধরে একই স্থানে ঘোরাঘুরি করার পর বাঘগুলো ব‌নে ফি‌রে যাওয়ার কয়েকদিন পর এবার সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ শরবতখালী ফরেস্ট অফিস এলাকায় গতকাল রবিবার রাতে দুইটি বাঘের গর্জন শুনে এখন আতঙ্কিত রয়েছেন বন রক্ষীরা। ঐ এলাকায় বাঘ দুইটি রাতভোর ঘোরাঘুরি করেছে বলে জানিয়েছে বন বিভাগ।

বন বিভাগ সুত্রে আরো জানা যায়, গত ৬ই ফেব্রুয়ারী সকালে ঐ এলাকায়  দুটি বাঘের পায়ের ছাপ ক্যামেরা বন্দি করেছে বন বিভাগের কর্মরত টহল ফাঁড়ির কয়েকজন সদস্যরা।

বন বিভাগের শরবত খালী বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মিজানুর রহমান জানান, সম্প্রতি টহল ফাঁড়ির আশে পাশের এলাকায় তিনটি বাঘ ঘোরাফেরা করছে। গতরাতে পুকুরপাড়ে দুটি বাঘের গর্জন শুনতে পায় তারা। বর্তমানে রাতভোর তাদেরকে আতঙ্কে থাকতে হয় এবং সকালে দুটি বাঘের পায়ের ছাপ ক্যামেরা বন্দি করা হয়েছে। তবে বাঘ দুটি বয়স্ক বলে নিশ্চিৎ করেছে বন বিভাগ। এখনও বাঘগুলো অফিসের আশ পাশে নদী তীরে অবস্থান করছে।

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ.জেড.এম হাসানুর রহমান বলেন, বর্তমান সময়টা সুন্দরবনের বাঘের প্রজনন মৌসুম, তাই সঙ্গীসহ বাঘগুলো নিজস্ব প্রকৃতিতে চলাচল করছে। তাদেরকে নিরাপদে রাখতে বনরক্ষীদের নির্দেশনা দেওয়া হয়েছে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: