![]() |
কয়রায় দুটি নৌকা সহ প্রায় চার মণ হরিণের মাংস জব্দ |
রাসেল আহাম্মেদঃসুন্দরবনের খুলনা রেঞ্জের অধিনস্থ কাঁশিটানা বন টহল ফাঁড়ির দায়িত্বরত কর্মীরা বিশেষ অভিযান চালিয়ে প্রায় চার মন (১৫০ কেজি) হরিণের মাংস জব্দ করেছে। এ সময় তারা হরিণ ধরার ফাঁদ সহ ২ টি নৌকা উদ্ধার করে। তবে বন বিভাগের অভিযান জানতে পেরে হরিণ শিকারীরা গহীন বনে পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন।
সুত্র জানায় গতকাল শুক্রবার সন্ধা ৭ টার দিকে কাঁশিটানা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে সুন্দরবনের মুড়ুলিখাল এলাকা হতে এ সকল হরিণের মাংস জব্দ করা হয়েছে।
এ সময় অভিযাকালে উপস্থিত ছিলেন খাশিটানা বন টহল ফাঁড়ির স্টাফ আশফুজ্জামান ও শেখ মুিজবুর রহমান। সুন্দরবন খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এ.জেড.এম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন্যপ্রানী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে।
0 coment rios: