![]() |
পাইকগাছায় শিবসা সাহিত্য অঙ্গন ও সমাজকল্যাণ সংস্থার আলোচনা সভা |
পাইকগাছা অফিস ::পাইকগাছায় ঐতিহ্যবাহী শিবসা সাহিত্য অঙ্গন ও সমাজকল্যাণ সংস্থার এক আলোচনা সভাঅনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে রোজ বাড কিন্ডার গার্টেন মিলনায়তনে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি সুরাইয়া বানু ডলির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মহান একুশের উপর বক্তৃতা করেন সংগঠনের সহ সভাপতি অনিতা রাণী মন্ডল, সাধারণ সম্পাদক প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, প্রভাষক তরুণ কান্তি মন্ডল, সুফল মন্ডল, নাজমিন নাহার, লিলিমা খাতুন, ইলিয়াস হোসেন ও আফরা নাজলীন।
সভায় বাংলা ভাষার আন্দোলনে তৎকালীন সময়ে পুরুষের পাশাপাশি নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে মন্তব্য করেন সংগনের সভাপতি সুরাইয়া বানু। এবারের একুশে বই মেলায় সভাপতি সুরাইয়া বানু ডলির লেখা ' স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা' বই প্রকাশিত হওয়ায় সংগঠনের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়।
0 coment rios: