Sunday, 12 March 2023

পাইকগাছার স্কুল শিক্ষক প্রীতিলতা দুর্ঘটনায় নিহত

পাইকগাছার স্কুল শিক্ষক প্রীতিলতা দুর্ঘটনায় নিহত
পাইকগাছার স্কুল শিক্ষক প্রীতিলতা দুর্ঘটনায় নিহত

পাইকগাছা অফিস::চোখের চিকিৎসা নিতে গিয়ে হতভাগ্য স্কুল শিক্ষক প্রীতিলতা বিশ্বাস (৫৩) মোটরসাইকেল দুর্ঘটনা নিহত হয়েছেন। নিহত প্রীতিলতা পাইকগাছা উপজেলার গড়ইখালী ইউপি'র দক্ষিণ বাইনবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। 

নিহতের পরিবার সুত্র জানায়, ১২ ফেব্রুয়ারী রবিবার সকালে খুলনা থেকে প্রীতিলতা চোখের চিকিৎসার জন্য জামাইয়ের মোটরসাইকেলে কুদির বটতলার উদ্দেশ্যে রওনা হয়। বেলা ৯ টার দিকে রূপসা সেতুতে উঠার পূর্বে একটি মোড়ে পৌঁছালে  পিছন থেকে দ্রুতগামী একটি পরিবহন ধাক্কা দিলে চালক জামাতা ছিটকে পড়ে আহত হয় এবং পরিবহনের চাপায় পিষ্ট হয়ে শিক্ষক প্রীতিলতা নিহত হয়। 

সে বাইনবাড়ীয়ার তাপস কান্তি মন্ডলের  স্ত্রী। তিনি ২ কন্যা সন্তানের মা। বিদ্যালয় প্রধান শিক্ষক প্রিয়নাথ মন্ডল জানান, বৃহস্পতিবার চোখ দেখানোর কথা বলে সহকারী শিক্ষক প্রীতিলতা  ছুটি নিয়ে খুলনায় চলে যায়। চোখের চিকিৎসা করতে গিয়ে শেষ পর্যন্ত লাশ হয়ে গ্রামে ফিরল। এদিকে সহকারী এ শিক্ষকের অকাল মৃত্যুতে উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা সহ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা বৃন্দ, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা নিহত প্রীতিলতার আত্মার শান্তি কামনা_করে ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক বিবৃতি_দিয়েছেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: