Monday, 13 March 2023

পাইকগাছায় সরঃ প্রাঃ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বীর মুক্তিযোদ্ধা তোকারেম হোসেন, শিক্ষক সমিতির সভাপতি রবীন্দ্রনাথ রায়, সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাম্মেল হক, মোহাম্মদ আলী, মোঃ আঃ খালেক, নরেশ চন্দ্র মন্ডল, শেখ ত
পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপহার সামগ্রী প্রদান করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু 

পাইকগাছা অফিস::পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, লিপিকা ঢালী। স্বাগত বক্তৃতা করেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা।

সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ আলমগীর হোসেনের সঞ্চালনায় বক্তৃতা করেন ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ ঈমান উদ্দীন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ আসাদুজ্জামান, শেখ ফারুক হোসেন, দেবাশীষ দাশ ও ঝংকার ঢালী, বীর মুক্তিযোদ্ধা তোকারেম হোসেন, শিক্ষক সমিতির সভাপতি রবীন্দ্রনাথ রায়, সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাম্মেল হক, মোহাম্মদ আলী, মোঃ আঃ খালেক, নরেশ চন্দ্র মন্ডল, শেখ তফিল উদ্দীন, প্রভা রঞ্জন বিশ্বাস, প্রধান শিক্ষক বিএম আক্তার হোসেন, এসকে আসাদুল্লাহ মিঠু, ডিএম শফিকুল ইসলাম, এসএম শফিকুল ইসলাম, আশুতোষ মন্ডল, মিলি জিয়াসমিন, কোহিনুর ইসলাম, সেলিনা পারভীন, অলোক মৃধা, আঃ আলীম, ছন্দা ঘোষ, সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, মহাসিনুর আযম, গগণ ঢালী, সংবাদিক আঃ আজিজ, পূর্ণ চন্দ্র মন্ডল, এছাড়া অন্যান্য প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সংবর্ধনা ও আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিবৃন্দ অবসরপ্রাপ্ত ১শত ৭০ জন শিক্ষকদের বিভিন্ন ধরনের উপহার সামগ্রী প্রদান করেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: