![]() |
পাইকগাছায় উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা তৈয়েব আলী'র অবসর জনিত বিদায় সংবর্ধনা |
পাইকগাছা অফিস ::পাইকগাছা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা কেএম তৈয়েব আলী_চাকুরী থেকে অবসর গ্রহণ জনিত বিদায় সংবর্ধনা অনুষ্টিত হয়েছে।
তিনি প্রাণিসম্পদ দপ্তরে চাকরিরত অবস্থায় তার ওপর অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি সৎ ও সততার_সাথে প্রাণি সম্পদের উন্নয়নে সার্বিক ভাবে সহযোগিতা_করেছেন। দীর্ঘ ৩৬ বছর ৬ মাস ১৯ দিনের কর্মজীবন শেষে আনুষ্ঠানিক ভাবে বিদায় জানান হয়।
রবিবার সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের প্রাণিসম্পদ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের সার্বিক আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ_কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ বিশ্বাস। উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ তরিকুল ইসলামের পরিচালনায় এ সময় বক্তৃতা করেন, সদ্য যোগদানকারী এলইও ডাঃ কাউসার আহমেদ, উপ-সহকারী প্রাণিসম্পদ_কর্মকর্তা এস এম কামরুল আবেদীন, অফিস সহকারী কামাল, এফএএআই হেলাল খান।
এ সময় আরোও উপস্থিত ছিলেন সাংবাদিক ও সিল মোঃ ফসিয়ার রহমান, শুভঙ্কর গোলদার,_ম্যাগি মল্লিক মেঘলা, মানুসী অধিকারী, জ্যোতিশ্বর মন্ডল, মধুসূদন সরকার, তরুণ ঢালী,গোবিন্দ শীলসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, বৃক্ষপ্রেমী উপ-সহকারী প্রাণিসম্পদ_অফিসার কে এম তৈয়ব আলী দীর্ঘদিন পাইকগাছায়_কর্মস্থল হওয়ার কারণে অফিস ক্যাম্পাসে_তার নিজের হাতে_লাগানো বেল, বাতাবি লেবু, আমড়া, কাঁঠাল, জাম, আশফল গাছসহ বিভিন্ন প্রজাতির গাছ শোভা পাচ্ছে। সব গাছের_ফল হচ্ছে চাকরি থেকে বিদায়ের দিন তিনি_অফিস ক্যাম্পাসের স্মৃতি চারণ হিসাবে_আবারো একটি বাতাবি লেবু ও অন্যান্য গাছ রোপন করে বিদায় নিলেন। তার স্মৃতি বিজড়িত প্রাণী সম্পদ অফিস ক্যাম্পাস আজ ফুলে-ফলে ভরা।বিদায় অনুষ্ঠানে তার দীর্ঘ দিনের সহকর্মীরা আবেগ আপ্লূত হন। কে এম তৈয়ব আলীর অবসর জীবনে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তার সহকর্মীরা।
0 coment rios: