পাইকগাছা প্রতিনিধি : - পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাইমিন সরদারের বিরুদ্ধে টাকার বিনিময়ে ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক পদ বিক্রয়ের জন্য টাকা চাওয়ার কল রেকর্ড ফাঁস হয়েছে। কল রেকর্ডটি সামাজিক যোগাযোগ ম্যাধ্যমে ভাইরাল হওয়ার পর ছাত্রলীগ কর্মী আশিক দলীয় দায়িত্বশীলদের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
অভিযোগে জানাগেছে, উপজেলার চাঁদখালী ইউনিয়ন ছাত্রলীগের কর্মী আশিক রহমান। সে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী। গত ১২ মার্চ ইউনিয়ন ছাত্রলীগের কর্মী সভাকে কেন্দ্র করে পদ দেয়ার প্রলোভন দেখিয়ে পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাইমিন সরদারের ঘনিষ্ঠজন সাগর হোসেন সজিবের মাধ্যমে আশিক রহমানের নিকট অর্থ দাবি করে। পূর্ববর্তীতে ফাইমিন সরদার নিজে পদ দেয়ার কথা বলে আশিককে দশ হাজার টাকা নিয়ে পাইকগাছায় আসতে বলে। টাকা চাওয়ায় ছাত্রলীগ কর্মী আশিক রহমান ব্যাথিত হয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাইমিন সরদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় এমপি আক্তারুজ্জামান বাবু, উপজেলা আ'লীগের সভাপতি/সাধারণ সম্পাদক, উপজেলা ছাত্রলীগের সভাপতি, জেলা ছাত্রলীগের সভাপতি /সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি /সাধারণ সম্পাদক বরাবর অভিযোগ দিয়েছেন।
ছাত্রলীগ কর্মী আশিক রহমান জানান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাইমিন সরদার আমার কাছে সরাসরি টাকা চাননি তার ঘনিষ্ঠজন সাগর হোসেন সজিবের মাধ্যমে আমার কাছে ১২ হাজার টাকা দাবি করে। টাকার বিনিময়ে যদি পদ নিতে হয় তাহলে দীর্ঘ দিন দল করে লাভ কি?
পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাইমিন সরদার জানান, আমার কথা সুপার এডিট করে কল রেকর্ডটি আমাকে হেয় করতে সামাজিক যোগাযোগ ম্যাধ্যমে ছড়িয়ে দেয়া হয়েছে। টাকার বিনিময়ে পদ বিক্রয়ের অভিযোগ মিথ্যা।
পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতিম চক্রবর্ত্তীর নিকট ফোন দিলে মিটিংয়ে আছি বলে রেখে দেন। পরে কয়েক বার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু জানান, মৌলিক ভাবে কল রেকর্ডের বিষয়টি শুনেছি। আমার কাছে কোন অভিযোগ এখনো আসেনি। অভিযোগটি আসলে আমি জেলায় অবগত করবো এবং সত্যতা যাচাই করে দলীয় ভাবে পদক্ষেপ গ্রহণ করা হবে।
খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদারের নিকট ফোন দিলে তিনি একটা সমাবেশের মধ্যে আছি বলে রেখে দেন। পরে কয়েক বার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
0 coment rios: