পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :পাইকগাছায় ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে উপজেলার সোলাদানার চারবান্দা মাধ্যমিক বিদ্যালয় মাঠে সোলাদানা ইউনিয়ন ঘূণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এ মাঠ মহড়ার আয়োজন করে।
আয়োজিত মাঠ মহড়ায় সিপিপি’র সদস্যরা দুর্যোগ পূর্ব প্রস্তুতি, দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী করণীয় বিষয়ক বিভিন্ন বিষয় তুলে ধরে মহড়া প্রদর্শন করে। সোলাদানা ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খুলনা জেলা পরিষদ সদস্য রবিউল ইসলাম রবি।
উপজেলা সিপিপি’র টিম লিডার আব্দুল্লাহ আল মামুন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, আশাশুনি ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আবুল কালাম মোড়ল, সিপিপি’র সহকারী পরিচালক মামুনার রশীদ ও মুন্সী নূর মোহাম্মদ। বক্তব্য রাখেন, ইউপি সদস্য নাসিমা বেগম, শেখর চন্দ্র ঢালী, ফাতেমা তুজ জোহরা রূপা, নাসিমা বেগম, প্রভাষক নিবেদিতা মন্ডল, ছাত্রলীগনেতা রমজান সরদার, জুলি শেখ, আশরাফুল ইসলাম টুটুল ও ইব্রাহীম সানা।
0 coment rios: