![]() |
পাইকগাছায় কবরাস্থানের জমি দখলের অভিযোগ মারপিটে একই পরিবারের সদস্যদের আহতের ঘটনায় থানায় মামলা |
পাইকগাছা অফিস::পাইকগাছায় কবরাস্থানের জমি দখলের জেরে প্রতিপক্ষের হামলা-মারপিটে একই পরিবারের নারী-পুরুষের আহতের ঘটনায় থানায় মামলা হয়েছে। এ মামলাটি করেছেন খুমেক হাসপাতালে চিকিৎসাধীন শামীম সরদারের স্ত্রী আসমা সরদার। আর এ ঘটনাটি ঘটেছে উপজেলা রাড়ুলী ইউনিয়নের শ্রীকন্ঠপুরে।
জানাগেছে, জমি সহ বিভিন্ন বিষয়ে শ্রীকন্ঠপুরের গফফার সরদার গং ও সাহেব আলী সরদার গংদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে স্থানীয় ভাবে বসাবসি এমনকি থানা পুলিশ পর্যন্ত গড়ালেও কোন সমাধান মেলেনি। সর্বশেষ গত ২ ফেব্রুয়ারী সকালে দু'পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
অভিযোগ উঠে সাহেব আলী-গাউস গংরা কর্তৃক গফফার সরদার গংদের ১৮৭০ দাগের পারিবারিক কবরস্থানের জমি দখল ও বেঁড়ে ছাগল বাঁধার তুচ্ছ ঘটনায় মহিলাদের মধ্যে ঝগড়ার বাঁধে এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে। কবরাস্থানের জমি দখলের অভিযোগ করে ভ্যান চালক শামিম সরদার জানান, ঘটনার পূর্বে মৃতঃ মহিউদ্দিন সরদারের দু'ছেলে নাশকতা মামলার আসামী গাউস (৪৫) ও ইউনুস, সাহেব_আলী ও তার ছেলে মুছা (২৫), জাহান_আলী_তার ছেলে ইমন, আয়ুব ও তার ছেলে_নজরুল (২৫) সহ অনেকে আমার ভ্যানের গতি রোধ করে টেনে হেঁচড়ে বাড়িতে নিয়ে যায়। সে আরোও অভিযোগ করেন ওরা দলবদ্ধ ভাবে লাঠিসোটা দা-রড সাবল নিয়ে হামলা করে মারপিট শুরু করে। মারপিটে শামিম তার ভাই বখতিয়ার এ পরিবারের দু'মহিলা মুন্নি ও আসমা আহত হয়।
মারপিটে আহতদের মাথা ফাঁটে ও বুকের পাঁজড়ের হাঁড় মারাত্মত ক্ষতিগ্রস্থ হয়। ঘটনার পরে আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরবর্তীতে খুমেক হাসপাতালে বখতিয়ার ও তার ভাই শামিম সরদারকে ভর্তি করা হয়। এ ঘটনায় আহত শামিমের স্ত্রী আসমা বাদী হয়ে প্রতিপক্ষ ইউনুস, জাহান আলী সরদার গংদের বিরুদ্ধে ৪ ফেব্রুয়ারী থানায় মামলা করেন। এ বিষয়ে অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান বলেন, মারপিটের ঘটনায় উভয়পক্ষের মধ্যে কমবেশি আহতের ঘটনায় থানায় পৃথক পৃথক মামলা হয়েছে।
0 coment rios: