Tuesday, 21 March 2023

পাইকগাছায় হামলা-মারপিটের ঘটনায় গ্রেপ্তার-১

পাইকগাছায়  হামলা-মারপিটের ঘটনায় গ্রেপ্তার-১
 পাইকগাছায়  হামলা-মারপিটের ঘটনায় গ্রেপ্তার-১

স্নেহেন্দু বিকাশ, পাইকগাছায় জমি নিয়ে  প্রতিপক্ষের হামলা ও মারপিটের ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে,এ মামলার আসামী জাহাঙ্গীর মোড়ল( ৩৫)কে গ্রেপ্তার করে পাইকগাছার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠালে আদালত তাকে জেল-হাজতে প্রেরনের নির্দেশ দেন। সংশ্লিষ্টরা জানান,মঙ্গলবার সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার চাঁদখালী ইউপি'র উত্তর গড়েরাবাদে এ মারপিটের ঘটনা ঘটে। মারপিটে আহতদের মধ্যে ৪ জন  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলেও অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

থানায় দায়ের করা মামলার বাদি গড়েরাবাদের মৃত: নূর আলী মোড়লের ছেলে আনিছুর রহমান বলেন,কমলাপুর মৌজায় হাল-১০১৬,১০২৩ দাগে ১, ১৭ একর জমি আমার শ্বশুর ভিলেজ পাইকগাছার মৃত: সাবান আলী গাজীর। এ জমিতে চাচা আকবর মোড়লের ছেলে আমিরুল ও মোছাল মোড়লের ছেলে জাহাঙ্গীর গংরা দীর্ঘদিন চিংড়ি ঘের করলেও হারীর টাকা দেয়নি। 

তাই চলতি মৌসুমে ঘেরে পানি উঠাতে নিশেধ করি। এ অবস্থায়  শ্যালক রেজাউল করিমের কাছে থেকে ডিড নিয়ে মঙ্গলবার সকালে বাঁধবন্ধী শুরু করলে এ সময প্রতিপক্ষ জাহাঙ্গীর গংরা পরিকল্পিত ভাবে রড-সাবলসহ দেশীয় অস্ত্রেসজ্জিত হযে হামলা করে মারপিট করে। এতে আমার ভাই-ভাবি আঃ হামিদ-মঞ্জুয়ারা দম্পতি, ভাইপো ওবায়দুল্রাহ(২৫)সহ অনেকে আহত হলে পরিবারের লোজজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

এদিকে  একই ঘটনায় দুপুরের দিকে আকবর মোড়ল (৭৫)সহ ছেলে আঃ রহমান ও হিরা দম্পতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে একপর্যায়ে চিকিৎসার আঃ রহমান খুমেক হাসপাতালে চলে যায়। এ ঘটনায় আনিছুর রহমান বাদি হয়ে প্রতিপক্ষ জাহাঙ্গীর মোড়ল,আমিরুল, শাহআলম, সোহেল,  আকবর মোড়লসহ অনেকের বিরুদ্ধে থানায় মামলা করেছেন,যার নং-৩৮। ওসি জিয়াউর রহমান বলেন, মারপিটের মামলায় এক আসামীকে গ্রেপ্তার করে আদালতে পাঠালে আদালত তাকে জেল-হাজতে প্রেরনের নির্দেশ দেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: