![]() |
পাইকগাছায় দশম শ্রেণির ছাত্রী মন্দিরা'র আত্মহত্যা |
পাইকগাছা অফিস ::পাইকগাছায় উঁকুন মারা ওষুধ খেয়ে মন্দিরা (১৫) নামে দশম শ্রেণির ছাত্রী আত্মহত্যা করেছে। সে খড়িযা নবারুণ বীণাপানি মাধ্যমিক বিদ্যালের ছাত্রী ও খড়িয়া খালধারপার গ্রামের মনোজিৎ সানার মেয়ে। স্থানীয়দের ধারণা সৎ মায়ের উপর অভিমান করে সে আত্মহত্যা করতে পারে।
রোববার রাতে কোন এক সময় সে উঁকুন মারা ওষুধ খায় এবং ওই রাতেই সে তার ঘরে মরে পড়ে। প্রতিদিন সে সকালে ঘুম থেকে ওঠে কিন্ত সোমবার না ওঠায় তাকে তার বাবা ডাকতে থাকে। কোন সাড়া না পেয়ে জানালা ভেঙ্গে ঘরের ঢুকে তার মরদেহ দেখতে পায় বলে ঘটনা স্থলে থাকা স্থানীয় ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন বিষয়টি নিশ্চিত করেন।
পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
0 coment rios: